ঢাকা     ০৪ নভেম্বর ২০২৫ ||  ২০ কার্তিক ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

অ্যামাজনের সঙ্গে ৩৮ বিলিয়ন ডলারের ক্লাউড চুক্তি করল ওপেনএআই

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৬, ৪ নভেম্বর ২০২৫

অ্যামাজনের সঙ্গে ৩৮ বিলিয়ন ডলারের ক্লাউড চুক্তি করল ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি উন্নয়নের জন্য প্রয়োজনীয় বিশাল কম্পিউটিং অবকাঠামো নিশ্চিত করতে অ্যামাজনের সঙ্গে ৩৮ বিলিয়ন মার্কিন ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তি করেছে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। 

সাত বছর মেয়াদি এই চুক্তির মাধ্যমে ওপেনএআই অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)-এর ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করবে এবং এনভিডিয়ার উন্নত গ্রাফিক্স প্রসেসরেও প্রবেশাধিকার পাবে, যা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল প্রশিক্ষণে সহায়তা করবে।

২০২৫ সালে ওপেনএআই ইতোমধ্যেই ওরাকল, ব্রডকম, এএমডি ও এনভিডিয়ার সঙ্গে এক ট্রিলিয়ন ডলারের বেশি মূল্যের চুক্তি করেছে। নতুন এই চুক্তি প্রতিষ্ঠানটির মাইক্রোসফটের ওপর নির্ভরতা কমাবে, যাদের সঙ্গে ওপেনএআইয়ের দীর্ঘমেয়াদি একচেটিয়া ক্লাউড অংশীদারিত্ব চলতি বছরের জানুয়ারিতে শেষ হয়।

ওপেনএআই প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেন, ফ্রন্টিয়ার এআই স্কেল করতে বিশাল, নির্ভরযোগ্য কম্পিউটিং শক্তি প্রয়োজন। অ্যামাজনের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদেরকে সেই শক্তি দিচ্ছে।

চুক্তির ঘোষণার পর অ্যামাজনের শেয়ারের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে কোম্পানির বাজারমূল্য বেড়েছে ১৪০ বিলিয়ন ডলার। এডব্লিউএস-এর সিইও ম্যাট গারম্যান বলেন, ওপেনএআইয়ের বিশাল এআই কার্যক্রম পরিচালনায় আমরা অনন্যভাবে প্রস্তুত। এ চুক্তি বিশ্বব্যাপী এআই প্রযুক্তির দ্রুত বিকাশ এবং এর বিপুল চাহিদার প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।