ঢাকা     ২২ অক্টোবর ২০২৫ ||  ৭ কার্তিক ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

গুগলকে চ্যালেঞ্জ জানাতে ওপেনএআই আনল ‘অ্যাটলাস’ ব্রাউজার

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৭, ২২ অক্টোবর ২০২৫

গুগলকে চ্যালেঞ্জ জানাতে ওপেনএআই আনল ‘অ্যাটলাস’ ব্রাউজার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দুনিয়ায় আলোচিত প্রতিষ্ঠান ওপেনএআই এবার প্রবেশ করেছে ওয়েব ব্রাউজারের বাজারে। সংস্থাটি চালু করেছে নতুন ব্রাউজার ‘অ্যাটলাস (Atlas)’। ফলে গুগলের জনপ্রিয় ক্রোম (Chrome) ব্রাউজারের সঙ্গে ওপেনএআই-এর এক বড় প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ওপেনএআই আশা করছে, অ্যাটলাস তাদের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি (ChatGPT)-কে ওয়েব ব্রাউজিংয়ের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করবে। এতে ব্যবহারকারী সংখ্যা ও বিজ্ঞাপন আয়ের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। বর্তমানে চ্যাটজিপিটির ব্যবহারকারী সংখ্যা ৮০০ মিলিয়নের বেশি, তবে বেশিরভাগই ফ্রি ব্যবহারকারী। পেইড সাবস্ক্রিপশন থাকলেও প্রতিষ্ঠানটি এখনও লোকসানে পরিচালিত হচ্ছে, তাই নতুন আয়ের উৎস হিসেবে অ্যাটলাসকে বড় সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে।

প্রাথমিকভাবে অ্যাটলাস কেবল অ্যাপল ল্যাপটপে ব্যবহার করা যাবে। শিগগিরই উইন্ডোজ, আইওএস ও অ্যান্ড্রয়েড সংস্করণ চালু করা হবে বলে জানিয়েছে ওপেনএআই।

ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এক বিবৃতিতে বলেছেন, অ্যাটলাস এমন এক সুযোগ যা দশকে একবার আসে — এটি আমাদের ভাবার সুযোগ দেয়, একটি ব্রাউজার আসলে কী হতে পারে।

অ্যাটলাসে একটি প্রিমিয়াম ‘এজেন্ট মোড’ যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে এআই নিজে থেকেই ওয়েবে অনুসন্ধান করতে পারে এবং ব্যবহারকারীর সার্চ ইতিহাসের ভিত্তিতে তথ্য বিশ্লেষণ করে ব্যাখ্যা দিতে পারে। অল্টম্যান একে বলেছেন, ‘ইন্টারনেটকে আপনার হয়ে ব্যবহার করা।’

তবে সমালোচকরা আশঙ্কা প্রকাশ করেছেন এই ধরনের স্বয়ংক্রিয় সার্চ ব্যবহারকারীদের অ্যালগরিদমের ওপর অতিরিক্ত নির্ভরশীল করে তুলতে পারে। 

সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রায় ৬০ শতাংশ মানুষ এখন এআই-নির্ভর সার্চ ব্যবহার করছেন। ফলে বিশেষজ্ঞদের ধারণা, ওপেনএআই-এর অ্যাটলাস হয়তো ইন্টারনেট ব্যবহারের ধরনেই বড় পরিবর্তন আনতে পারে।