ঢাকা     ২৪ অক্টোবর ২০২৫ ||  ৯ কার্তিক ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ওপেনএআইতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৩, ২৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৬:১৪, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ওপেনএআইতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া

বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া (Nvidia) ঘোষণা দিয়েছে, তারা ওপেনএআই (OpenAI)-তে সর্বোচ্চ ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করবে এবং উন্নতমানের ডেটা সেন্টার চিপ সরবরাহ করবে। সোমবার দুই প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে।

বিশ্বব্যাপী এআই প্রতিযোগিতায় এ জোটকে বড় একটি মোড় হিসেবে দেখা হচ্ছে। এই বিনিয়োগের মাধ্যমে এনভিডিয়া একদিকে আর্থিকভাবে ওপেনএআই’র অংশীদার হবে, অন্যদিকে ওপেনএআই এনভিডিয়া’র সর্বাধুনিক চিপ ব্যবহার করে এআই প্রযুক্তির উন্নয়নকে আরো গতি দিতে পারবে।

ওপেনএআই’র সিইও স্যাম অল্টম্যান এক বিবৃতিতে বলেন, এনভিডিয়া’র সঙ্গে যৌথভাবে আমরা নতুন এআই উদ্ভাবন করব এবং তা ব্যবসা ও মানুষের কাছে পৌঁছে দেব বৃহৎ পরিসরে।

চুক্তির অংশ হিসেবে অন্তত ১০ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন এনভিডিয়া সিস্টেম ওপেনএআই মোতায়েন করবে। যা শক্তি খরচের দিক থেকে প্রায় ৮ মিলিয়ন মার্কিন পরিবারের বিদ্যুৎ চাহিদার সমান।

প্রাথমিকভাবে এনভিডিয়া ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে জানা গেছে। এই অর্থ দিয়ে ওপেনএআই এনভিডিয়া’র চিপ কিনবে। পরবর্তীতে ধাপে ধাপে মোট বিনিয়োগ ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। বর্তমানে ওপেনএআই’র বাজারমূল্য প্রায় ৫০০ বিলিয়ন ডলার।

এই ঘোষণার পর এনভিডিয়া’র শেয়ারের দাম এক লাফে ৪.৪% বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছায়। একইসঙ্গে ডেটা সেন্টার নির্মাতা ওরাকল (Oracle)-এর শেয়ারের দামও প্রায় ৬% বৃদ্ধি পায়। উল্লেখ্য, ওরাকল ইতোমধ্যে ওপেনএআই, সফটব্যাংক ও মাইক্রোসফটের সঙ্গে যৌথভাবে ৫০০ বিলিয়ন ডলারের ‘স্টারগেট’ প্রকল্পে কাজ করছে, যার লক্ষ্য হলো বৈশ্বিক পর্যায়ে বিশাল এআই ডেটা সেন্টার তৈরি।