ঢাকা     ০৫ নভেম্বর ২০২৫ ||  ২০ কার্তিক ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বিআইজেএফের কর্মশালায় বক্তারা

নিজস্ব ক্লাউড প্রতিষ্ঠা ছাড়া ডাটার সার্বভৌমত্ব সম্ভব নয়

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২২:১৭, ২৭ আগস্ট ২০২৫

আপডেট: ২০:২১, ৩০ আগস্ট ২০২৫

নিজস্ব ক্লাউড প্রতিষ্ঠা ছাড়া ডাটার সার্বভৌমত্ব সম্ভব নয়

তথ্য বা ডাটাকে ভবিষ্যতের জ্বালানি হিসেবে আখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটিডিইউ) পরিচালক প্রফেসর ড. বিএম মইনুল হোসেন বলেছেন, ‘তথ্য যদি অ্যামাজন, ফেসবুক বা গুগলের হাতে থাকে, তবে এর নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকবে না। 

বুধবার (২৭ আগস্ট) রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত ওপেন-স্ট্যাক সভরেইন ক্লাউডবিষয়ক কর্মশালায় তিনি কথা বলেন। কর্মশালার আয়োজন করে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)। এতে সহযোগিতা করে প্লেক্সাস ক্লাউড লিমিটেড।

ড. বিএম মইনুল হোসেন আরো বলেন, নিজস্ব ক্লাউড প্রতিষ্ঠা ছাড়া ডাটার সার্বভৌমত্ব সম্ভব নয়। দেশের কোম্পানিগুলোকে অগ্রাধিকার দিয়ে সেবা নিতে হবে এবং মিডিয়াকে এ বিষয়ে আরও সচেতন হতে হবে।

কর্মশালায় প্লেক্সাস ক্লাউডের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেন বলেন, গুগল কোনো প্রযুক্তি কোম্পানি নয়, এটি একটি মার্কেটিং কোম্পানি। এসব প্রযুক্তি জায়ান্টরা আমাদের ডাটা ব্যবহার করে মুনাফা করছে। আমরা নিজেরাই তাদের হাতে সম্পদ তুলে দিচ্ছি।

তিনি আরও বলেন, ‘জি-মেইলের একটি বিন্দু সরালেই আমাদের স্মার্টফোন অচল হয়ে যায়। এটি ডিজিটাল বন্দিত্ব ছাড়া কিছুই নয়। তাই নিজস্ব ক্লাউড ও ডাটা সেন্টার গড়ে তুলে আমাদের ডিজিটাল স্বাধীনতা নিশ্চিত করতে হবে।’

কর্মশালায় স্বাগত বক্তব্যে বিআইজেএফ-এর সহ-সভাপতি ভুঁইয়া ইনাম লেনিন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এরই মধ্যে ঘরে ঘরে পৌঁছে গেছে। চ্যাটজিপিটি, ডিপসিক, ক্লাউড— এসব সম্পর্কে জানতে ও শিখতে হবে। নইলে সমাজে বিভ্রান্তি তৈরি হবে।

বিআইজেএফ সভাপতি হিটলার এ. হালিম বলেন, এ ধরনের কর্মশালা প্রযুক্তি বোঝার সুযোগ তৈরি করে দেয়। এটি আমাদের রিপোর্ট, ফিচার ও বিশ্লেষণ সমৃদ্ধ করতে সহায়তা করবে। বিআইজেএফ আগামীতে এআই-সহ সময়োপযোগী প্রযুক্তি নিয়ে আরও কর্মশালা ও নলেজ শেয়ারিং সেশন আয়োজন করবে।

কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য দেন বিআইজেএফের সাবেক সভাপতি নাজনীন নাহার। কর্মশালায় দেশের গণমাধ্যমে কর্মরত
তথ্যপ্রযুক্তি বিটের সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাব্বিন হাসান।