চীন সাত দশকের বেশি সময় পরে দেশের সবচেয়ে বড় স্বর্ণের মজুদ আবিষ্কারের ঘোষণা দিয়েছে। লিয়াওনিং প্রদেশে পাওয়া এ মজুদের পরিমাণ প্রায় ১ হাজার ৪৪৪ টন।
শুক্রবার চীনের মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্সেস দাদংগো স্বর্ণের মজুদ আবিষ্কারের বিষয়টি নিশ্চিত করে। ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর এটিই দেশটির সবচেয়ে বড় একক স্বর্ণের খনি আবিষ্কার। তথ্যমতে, খনিতে ২৫ লাখ ৮৬ হাজার টন আকরিক রয়েছে যার প্রতি টনে গড়ে দশমিক ৫৬ গ্রাম স্বর্ণ রয়েছে। এ হিসাবে মোট স্বর্ণের পরিমাণ দাঁড়ায় প্রায় ১ হাজার ৪৪৪ টন।
বর্তমান বাজারমূল্য অনুযায়ী, এ পরিমাণ স্বর্ণের দাম দাঁড়ায় প্রায় ১৬ হাজার ৬০০ কোটি ইউরোর বেশি। এ বছর স্বর্ণের দাম রেকর্ড গড়ে প্রতি কেজি ১ লাখ ১৫ হাজার ইউরোর ওপরে লেনদেন হচ্ছে।
চীনের রাষ্ট্রায়ত্ত লিয়াওনিং জিওলজিক্যাল অ্যান্ড মাইনিং গ্রুপ অনুসন্ধান প্রকল্পটি সম্পন্ন করেছে। প্রায় এক হাজার প্রযুক্তিবিদ ও শ্রমিক মোতায়েন করে মাত্র ১৫ মাসে এত বড় খনির অনুসন্ধান শেষ করা সম্ভব হয়েছে।
মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্সেস জানিয়েছে, এটি ‘অনেক বড় খনি’ হলেও আকরিকের ঘনত্ব তুলনামূলক কম। খনিটির প্রাথমিক অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই এরই মধ্যে সম্পন্ন হয়েছে। যদিও কর্তৃপক্ষ এখনো সাইটটির সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করেনি, শুধু জানিয়েছে এটি লিয়াওনিংয়ের পূর্বাঞ্চলে।
চীন সাম্প্রতিক বছরগুলোয় খনিজ অনুসন্ধান জোরদার করেছে। ২০২৪ সালে দেশটি হুনান প্রদেশে এক হাজার টনের বেশি এবং গানসু প্রদেশে ৪০ টনের বেশি স্বর্ণ আবিষ্কারের ঘোষণা দিয়েছিল। ২০২৪ সালে চীন মোট ৩৭৭ দশমিক ২৪ টন স্বর্ণ উত্তোলন করেছে, যা আগের বছরের তুলনায় দশমিক ৫৬ শতাংশ বেশি।
