অর্থবছরের প্রথম প্রান্তিকে রেমিটেন্সের ক্ষেত্রে বাংলাদেশের সর্বোচ্চ উৎস দেশ হিসেবে দারুণ অগ্রগতি দেখিয়েছে সৌদি আরব। এ সময়ে সৌদি আরব থেকে পাঠানো রেমিটেন্স প্রায় ৪৩.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে $১.২ বিলিয়ন–এ দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল $৮৫৯ মিলিয়ন।
মোট রেমিটেন্স প্রবাহও সেই সঙ্গে বৃদ্ধি পেয়ে $৭.৬ বিলিয়ন হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ১৬ শতাংশ বাড়তি।
উল্লেখ্য, গত অর্থবছরে (২০২৪-২৫) যুক্তরাষ্ট্র ছিল বাংলাদেশের সর্বোচ্চ রেমিটেন্স উৎস — পুরো বছর $৪.৭ বিলিয়ন রেমিটেন্স এসেছে দেশটি থেকে।
বিশ্লেষকরা বলছেন, এই পরিবর্তন রেমিটেন্স প্রবাহের গঠনগত পরিবর্তন নির্দেশ করে। সৌদি আরব এখনো একটি বড় কর্মসংস্থান গন্তব্য, বিশেষ করে অভিবাসী শ্রমিকদের ক্ষেত্রে। তবে বিশ্বব্যাংক একটি শক্তিশালী সতর্কতা দিয়েছে। ভিসা সীমাবদ্ধতা ও নির্দিষ্ট কিছু দেশগুলোর ওপর অতিরিক্ত নির্ভরতা ভবিষ্যতে ঝুঁকি তৈরি করতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, রেমিটেন্স উৎস বৈচিত্র্যকরণ, অভিবাসী দক্ষতা উন্নয়নের পাশাপাশি ডিজিটাল প্রেরণ চ্যানেল বৃদ্ধির মাধ্যমে দীর্ঘমেয়াদে প্রবাহকে টেকসই রাখা অত্যাবশ্যক।
