ঢাকা     ১৯ নভেম্বর ২০২৫ ||  ৫ অগ্রাহায়ণ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি আরব: এমবিএস

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৬, ১৯ নভেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি আরব: এমবিএস

সৌদি আরব যুক্তরাষ্ট্রে তাদের বিনিয়োগ ৬০০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

এমবিএস বলেন, ‘আমি মনে করি, আজ এবং আগামীকাল আমরা ঘোষণা করতে পারি যে যুক্তরাষ্ট্রে আমাদের বিনিয়োগ ৬০০ বিলিয়ন ডলার থেকে বৃদ্ধি পেয়ে প্রায় ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে।’ তিনি জানান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ম্যাগনেটসহ বহু খাতে দুই দেশ নতুন চুক্তি করতে যাচ্ছে, যা বিপুল বিনিয়োগের সুযোগ তৈরি করবে।

তাৎক্ষণিকভাবে ট্রাম্প প্রশ্ন করেন, তাহলে আপনি বলছেন ৬০০ বিলিয়ন ডলার বাড়িয়ে ১ ট্রিলিয়ন করা হবে? জবাবে এমবিএস নিশ্চিত করে বলেন, ‘অবশ্যই, কারণ আমরা যে সব চুক্তি করছি, তা এই বিনিয়োগকে সহজ করবে।’

প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি বিনিয়োগের জন্য এমবিএসকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনি যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগে সম্মত হয়েছেন, আর যেহেতু আপনি আমার বন্ধু, হয়তো এই পরিমাণ ১ ট্রিলিয়নেও উঠতে পারে—তবে আমাকে এ বিষয়ে আরও কাজ করতে হবে।

মার্কিন বাজারে সৌদি বিনিয়োগ বৃদ্ধিকে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বান্দার আল-সৌদ। এক্স-এ দেওয়া পোস্টে তিনি বলেন, গুরুত্বপূর্ণ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও মজবুত হয়েছে।

তিনি আরও জানান, এসব চুক্তি দুই দেশের অর্থনীতিতে বিনিয়োগ বাড়াবে, সৌদি ও মার্কিন নাগরিকদের জন্য কর্মসংস্থান তৈরি করবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় যৌথ প্রতিশ্রুতি জোরদার করবে।