ঢাকা     ১৬ নভেম্বর ২০২৫ ||  ২ অগ্রাহায়ণ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ইইউতে পোশাক রপ্তানিতে চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫১, ১৬ নভেম্বর ২০২৫

ইইউতে পোশাক রপ্তানিতে চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

চলতি বছরের সালের প্রথম নয় মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) তৈরি পোশাক রপ্তানি প্রবৃদ্ধিতে বাংলাদেশ চীনকে ছাড়িয়ে গেছে। 

ইউরোস্ট্যাটের তথ্য অনুসারে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের পোশাক রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ১৩.১৭ শতাংশ বেড়ে ১৫.২৬ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে। যা এক বছর আগের একই সময়ের তুলনায় ১৩.৪৮ বিলিয়ন ইউরো বেশি।

মূল্য প্রবৃদ্ধিতে বাংলাদেশ এগিয়ে থাকলেও পরিমাণে (ভলিউমে) এখনো শীর্ষে আছে চীন। নয় মাসে চীনের ভলিউম প্রবৃদ্ধি হয়েছে ১৭ শতাংশ, যেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি ১৫.৫৫ শতাংশ। তা–সত্ত্বেও বাংলাদেশের প্রতিযোগিতামূলক মূল্য সুবিধা দেশটিকে বাড়তি বাজার শেয়ার নিশ্চিত করেছে। 

ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চীনের ইউনিট মূল্য ৬.১০ শতাংশ কমেছে, আর বাংলাদেশের ইউনিট মূল্য কমেছে মাত্র ২.০৬ শতাংশ। এতে বোঝা যায়—কম দামে মানসম্পন্ন পোশাক সরবরাহ করে বাংলাদেশ ইউরোপীয় ক্রেতাদের আস্থা ধরে রাখতে সক্ষম হয়েছে।

এ সময় অন্য প্রধান রপ্তানিকারকদের মধ্যেও প্রবৃদ্ধি দেখা গেছে। ভারতের রপ্তানি বেড়েছে ১০.৬২ শতাংশ (মূল্য ৩.৭৬ বিলিয়ন ইউরো), পাকিস্তানের ১৩.৭৭ শতাংশ (২.৯০ বিলিয়ন ইউরো) এবং কম্বোডিয়ার ২২.৫১ শতাংশ (৩.৩৭ বিলিয়ন ইউরো)। বিশেষ করে কম্বোডিয়া যুক্তরাষ্ট্রের দুর্বল চাহিদার কারণে আগ্রাসীভাবে ইইউ বাজারে প্রবেশ করেছে, যার ফলে তাদের ভলিউম বেড়েছে ৩৯.৬৫ শতাংশ। তবে তুরস্কের পোশাক রপ্তানি সংকোচন হয়েছে ৯.৮০ শতাংশ, যা নেমে দাঁড়িয়েছে ৬.৪২ বিলিয়ন ইউরোতে।

সামগ্রিকভাবে, ২০২৫ সালের প্রথম নয় মাসে ইইউ ৬৮.৪৭ বিলিয়ন ইউরো মূল্যের পোশাক আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় ৭.১৪ শতাংশ বেশি। তবে গড়ে ইউনিট মূল্য কমেছে ৫.৮৬ শতাংশ, যা প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে।