ঢাকা     ১৫ নভেম্বর ২০২৫ ||  ১ অগ্রাহায়ণ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

চীনের সঙ্গে যৌথভাবে ড্রোন কারখানা স্থাপন করছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫১, ২ নভেম্বর ২০২৫

চীনের সঙ্গে যৌথভাবে ড্রোন কারখানা স্থাপন করছে বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবারের মতো আনম্যানড এরিয়াল ভেহিক্যাল (ইউএভি) বা ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমানবাহিনী, যা চীনের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। 

কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই প্ল্যান্ট স্থাপনের কাজ সম্পন্ন হবে। এটি দেশের প্রতিরক্ষা শিল্পে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

একই সঙ্গে চীন বাংলাদেশে বিমান ওভারহলিং কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছে। বিষয়টি সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমন্বয় সভার কার্যবিবরণীতে উল্লেখ রয়েছে।

সভায় বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন গঠন, সামরিক ও আধা-সামরিক বাহিনীর ব্যবহারের পণ্য দেশে উৎপাদনের সুযোগ সৃষ্টি এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়ে আলোচনা হয়।

বিমানবাহিনীর কর্মকর্তারা জানান, দুই বছর আগে বাংলাদেশ অ্যারোনোটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার নিজস্ব নকশায় চারটি বিমান তৈরি ও সফলভাবে উড্ডয়ন করে। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশীয়ভাবে প্রশিক্ষণ বিমান ও স্পোর্ট এয়ারক্রাফট উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

তারা আরও বলেন, দক্ষ জনশক্তি তৈরি এবং এভিয়েশন খাতে বিদেশি বিনিয়োগ বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমন্বয় অপরিহার্য।