ঢাকা     ২৩ অক্টোবর ২০২৫ ||  ৮ কার্তিক ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

স্বর্ণের দাম এতো বাড়ছে কেন?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৭, ২৩ অক্টোবর ২০২৫

স্বর্ণের দাম এতো বাড়ছে কেন?

বিশ্ববাজারে টানা উর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রেখেছে স্বর্ণের দাম। সম্প্রতি প্রতি আউন্স স্বর্ণের দাম ৪,০০০ ডলার অতিক্রম করে ইতিহাস গড়েছে। বিশেষজ্ঞদের মতে, অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রে সুদের হারের সম্ভাব্য হ্রাস—এই তিনটি মূল কারণেই স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।

মধ্যপ্রাচ্য ও পূর্ব ইউরোপের উত্তেজনা, পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য দ্বন্দ্ব বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের দিকে ঝুঁকতে বাধ্য করছে। ঐতিহ্যগতভাবে স্বর্ণকে ‘সেফ হ্যাভেন’ বা নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়। ফলে শেয়ারবাজারে অস্থিরতা দেখা দিলে বা বৈশ্বিক অর্থনীতি ধীরগতিতে পড়লে বিনিয়োগকারীরা স্বর্ণ কিনে মূলধন সুরক্ষার চেষ্টা করেন।

এছাড়া, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভসহ বড় অর্থনীতির কেন্দ্রীয় ব্যাংকগুলো আগামী মাসগুলোতে সুদের হার কমাতে পারে বলে ধারণা করছে। সুদের হার কমলে ডলারের মান দুর্বল হয়, ফলে স্বর্ণের দাম বাড়ে।

বিশ্ববাজারের সাথে বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। স্থানীয় বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম ইতিমধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে। যদিও বুধবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৩৮৬ টাকা পর্যন্ত কমে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। 

বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা অব্যাহত থাকলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণও দীর্ঘদিন টিকে থাকবে বলেই ধারণা করা হচ্ছে। যার ফলে দাম আরো বাড়ার আশঙ্কা রয়েছে।