
দায়িত্ব নেওয়ার মাত্র ১১ মাস পরই পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
গত বছর সরকার বিরোধী আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করা হয়। পরে গত বছরের ২৪ আগস্ট পুনর্গঠিত পর্ষদে পাঁচজন নতুন স্বতন্ত্র পরিচালককে নিয়োগ দেয়া হয়। এর মধ্যে মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদকে করা হয় চেয়ারম্যান।
এর আগে তিনি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
সোনালী ব্যাংকে দায়িত্ব শেষ করার পর অবসরে ছিলেন ওবায়েদ উল্লাহ। এরপর তিনি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন।