ঢাকা     ০৯ মে ২০২৫ ||  ২৬ বৈশাখ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

আগে কর দিয়ে অন্য ব্যয় করার আহ্বান এনবিআর চেয়ারম্যান

প্রকাশিত: ১৬:১৫, ৪ মে ২০২৫

আগে কর দিয়ে অন্য ব্যয় করার আহ্বান এনবিআর চেয়ারম্যান

দেশের নাগরিকদের আগে কর পরিশোধ করে পরে সামাজিক খাত এবং জনকল্যাণে ব্যয় করার আহ্বান জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ‘ট্যাক্স দেয়ার পর যেটা থাকবে সেটা দিয়ে এবার চিন্তা করবেন জনকল্যাণে কত ব্যয় করবেন, নিজের জন্য কত ব্যয় করবেন এবং কত টাকা সঞ্চয় করবেন।’

রবিবার রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত ‘গুণীজন সম্মাননা ও বর্ষবরণ ১৪৩২’ অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান এ আহ্বান জানান। অনুষ্ঠানে তাকে লক্ষ্মীপুর জেলার কৃতী সন্তান হিসেবে গুণীজন সংবর্ধনা দেয় ‘লক্ষ্মীপুর জেলা যুব কল্যাণ সমিতি, ঢাকা।’

আবদুর রহমান খান বলেন, ‘দেশের জনগণ অনেকে মনে করেন সামাজিক খাতে ব্যয়ের পর, জাকাত-সদকা দেয়ার পর কর দিতে হয় না।’

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা এখনো গরিব জনগণ থেকে কর নিই, আমাদের মোট করের দুই-তৃতীয়াংশ এখনো গরিবদের থেকে আদায় হয় ‘পরোক্ষ করের’ মাধ্যমে। আয়কর থেকে আমরা মাত্র এক-তৃতীয়াংশ আদায় করতে পারি। এ জায়গাগুলোয় আমাদের প্রচুর কাজ করার সুযোগ আছে।’