ঢাকা     ০৯ মে ২০২৫ ||  ২৬ বৈশাখ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

১২ কেজির এলপিজির দাম কমলো ১৯ টাকা

প্রকাশিত: ১৬:২৮, ৪ মে ২০২৫

আপডেট: ১৬:৪৬, ৪ মে ২০২৫

১২ কেজির এলপিজির দাম কমলো ১৯ টাকা

ভোক্তাপর্যায়ে চলতি মাসের জন্য এলপি গ্যাসের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি ১২ লিটার সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫০ টাকা থেকে ১৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৩১ টাকা।

রোববার (৪ মে) নতুন এ মূল্যের ঘোষণা করে বিইআরসি। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এলপিজির পাশাপাশি কমেছে অটোগ্যাসের দামও। ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম ৬৬ টাকা ৪১ পয়সা থেকে ৮৪ পয়সা কমিয়ে ৬৫ টাকা ৫৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। 

এর আগে, গত এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে নির্দেশনা জারি করে বিইআরসি। 

গত ৩ মার্চ ওই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ফেব্রুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ হাজার ৪৭৮ টাকা।