ঢাকা     ২৩ এপ্রিল ২০২৪ ||  ১০ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

সপ্তাহজুড়ে যেসব কোম্পানির দিকে ছুটেছেন বিনিয়োগকারীরা

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৫, ১৮ জুন ২০২২

সপ্তাহজুড়ে যেসব কোম্পানির দিকে ছুটেছেন বিনিয়োগকারীরা

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের পরের সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসই পতন দিয়ে পার করেছে দেশের পুঁজিবাজার। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি কমেছে।

সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসই’র বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ১৯ হাজার ৩১১ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৫ লাখ ২২ হাজার ৮৮১ কোটি টাকা। বাজার মূলধন কমার পাশাপাশি গত সপ্তাহে ডিএসইতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম কমেছে।

তবে বাজার নিম্মমুখি হলেও বিনিয়োগকারীরা ছুটেছেন বেশ কয়েকটি কোম্পানির দিকে। এরমধ্যে শীর্ষে ছিলো মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৫৯.৫০ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বমোট ১ লাখ ২৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৫ হাজার ২০০ টাকা।

বিনিয়োগকারীদের আগ্রহের দ্বিতীয় স্থানে ছিলো মুন্নু ফেব্রিক্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৪১ দশমিক ৭৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৭১ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৪ কোটি ৩৭ লাখ ৫৩ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে ছিলো শাইনপুকুর সিরামিকস লিমিটেড। শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২২ দশমিক ৩৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ হাজার ৩৬০ কোটি ৯ লাখ ১৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৭ লাখ ২১ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এইচ.আর টেক্সটাইল, তসরিফা ইন্ডাস্ট্রিজ, মিরাকল ইন্ডাস্ট্রিজ, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার, এস.আলম কোল্ড রোল্ড স্টিল, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ও সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।