ঢাকা     ১০ অক্টোবর ২০২৫ ||  ২৫ আশ্বিন ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

তিন পারফরম্যান্সে বুয়েটের স্বীকৃতি পেলো অপো স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৪, ২৮ সেপ্টেম্বর ২০২৫

তিন পারফরম্যান্সে বুয়েটের স্বীকৃতি পেলো অপো স্মার্টফোন

তাপ নিঃসরণ, নেটওয়ার্ক স্থিতিশীলতা ও দীর্ঘস্থায়ী ব্যাটারি ডিউরেবিলিটি—এই তিন ক্ষেত্রে শীর্ষ পারফরম্যান্সের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে অপোর নতুন স্মার্টফোন এ৬ প্রো। শনিবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানায় অপো বাংলাদেশ।

বুয়েটের পরীক্ষায় দেখা গেছে, এ৬ প্রো-তে উন্নত কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ৪,৩০০ বর্গ মিলিমিটার ভিসি ভেপর চেম্বার ও এক্সপান্ডেড গ্রাফাইট লেয়ার, যা তাপ নিঃসরণের এলাকা ২০ শতাংশেরও বেশি বাড়িয়েছে। দীর্ঘ সময় ব্যবহার করলেও ডিভাইসটির তাপমাত্রা মাত্র ১ ডিগ্রি সেলসিয়াস বাড়ে। এর ফলে গেমিং, স্ট্রিমিং কিংবা মাল্টিটাস্কিংয়ে ব্যবহারকারীরা পাবেন স্মুথ অভিজ্ঞতা।

নেটওয়ার্ক স্থিতিশীলতার দিক থেকেও এ৬ প্রো ভিড়যুক্ত এলাকা, দুর্বল সিগনাল জোন বা হাই-স্পিড রেল চলাচলের মতো পরিস্থিতিতেও নিরবচ্ছিন্ন সংযোগ ধরে রাখতে সক্ষম।

ব্যাটারি পারফরম্যান্সের ক্ষেত্রেও ডিভাইসটি আলাদা নজর কেড়েছে। এতে যুক্ত হয়েছে সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে একবার চার্জে প্রায় তিনদিন পর্যন্ত চলতে সক্ষম। এছাড়া ৮০ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি চার্জিং সময় কমিয়ে আনে। ফোনটিতে রিভার্স চার্জিং সুবিধাও রয়েছে, যার মাধ্যমে এটি ছোট ইলেকট্রনিক ডিভাইস বা অন্য স্মার্টফোন চার্জ দিতে পারবে।

বুয়েটের প্রফেসর ড. মাহবুব আলম বলেন, আমাদের পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে, অপো এ৬ প্রো তাপ নিঃসরণ, নেটওয়ার্ক নির্ভরযোগ্যতা ও ব্যাটারি স্থায়িত্বে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছে। বাস্তব জীবনের ব্যবহারেও এর ফলাফল চমৎকার।

এ বিষয়ে অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, বুয়েট কর্তৃক স্বীকৃতি পাওয়া আমাদের জন্য বড় অর্জন। এটি আমাদের সেই প্রতিশ্রুতির প্রতিফলন, যা ক্রেতাদের জন্য অর্থবহ উদ্ভাবন নিয়ে আসতে সাহায্য করবে।