ঢাকা     ২৬ নভেম্বর ২০২৫ ||  ১১ অগ্রাহায়ণ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

এআই ফিচারসহ টেকনোর নতুন স্মার্টওয়াচ ‘ওয়াচ নিও’ বাজারে

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৬, ২৫ নভেম্বর ২০২৫

এআই ফিচারসহ টেকনোর নতুন স্মার্টওয়াচ ‘ওয়াচ নিও’ বাজারে

চীনা প্রযুক্তি কোম্পানি টেকনো বাংলাদেশে উন্মোচন করল তাদের নতুন স্মার্টওয়াচ টেকনো ‘ওয়াচ নিও’। ফ্যাশন ও প্রযুক্তি– দুটোই একসাথে চান এমন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে উন্নত এআই ফিচার, শক্তিশালী ব্যাটারি ও প্রিমিয়াম ডিজাইন।

স্মার্টওয়াচটিতে রয়েছে ১.৪৩ ইঞ্চির এমোলেড ডিসপ্লে, যা ২.৫ডি অ্যানিমেশন ইফেক্টসহ আরও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। ১০০০ নিট উজ্জ্বলতার জন্য রোদেও স্ক্রিন স্পষ্ট দেখা যায়। অলওয়েজ-অন ডিসপ্লে ব্যবহারকারীর প্রয়োজনীয় তথ্য সর্বদা দৃশ্যমান রাখে। স্টাইলিশ মেটাল ফ্রেম ও বক্সের ভেতর থাকা দুটি সিলিকন স্ট্র্যাপ ব্যবহারকারীদের দেয় আরও কাস্টমাইজেশনের সুবিধা। পাশাপাশি আইপি৬৮ পানি ও ধুলা প্রতিরোধ ক্ষমতা একে দৈনন্দিন ব্যবহার ও আউটডোর কার্যকলাপের জন্য উপযোগী করেছে।

টেকনো ওয়াচ নিওতে রয়েছে এআই-চালিত ওয়াচ ফেস, যা ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী নিজেকে মানিয়ে নেয়। স্মার্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং উন্নত ব্লুটুথ কলিং সুবিধা হ্যান্ডস-ফ্রি ব্যবহারে আরও স্বাচ্ছন্দ্য এনে দেয়।

স্বাস্থ্য সচেতনদের জন্য ঘড়িটিতে রয়েছে ২৪/৭ হার্ট রেট, ব্লাড অক্সিজেন, ঘুমের মান ও স্ট্রেস মনিটরিং, সঙ্গে রয়েছে ১০০টির বেশি স্পোর্টস মোড।

৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি একবার চার্জেই টানা ১০ দিন পর্যন্ত ব্যাকআপ দেবে। স্মার্টওয়াচটি দেশের সব টেকনো আউটলেটে পাওয়া যাচ্ছে ৫,৪৯৫ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।