
চীনা প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে বহুল প্রতীক্ষিত পোভা ফাইভজি সিরিজ। যার মধ্যে পোভা স্লিম ফাইভজি বিশ্বের সবচেয়ে স্লিম থ্রিডি-কার্ভড ৫জি স্মার্টফোন, যার পুরুত্ব মাত্র ৫.৯৫ মিমি।
রাজধানীর উত্তরা সেন্টারপয়েন্টে ফ্ল্যাগশিপ আউটলেটে আয়োজিত গ্র্যান্ড অনুষ্ঠানের মাধ্যমে এই সিরিজ উন্মোচন করা হয়। টেকনোর নতুন এই সিরিজে রয়েছে তিনটি মডেল— পোভা ৭ প্রো ফাইভজি, পোভা স্লিম ফাইভজি ও পোভা কার্ভ ফাইভজি। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ফাস্ট ৫জি কানেক্টিভিটি, ইউনিক ডিজাইন এবং উন্নত এআই-ভিত্তিক পারফরম্যান্সের মাধ্যমে সিরিজটি বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য স্মার্টফোন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।
পোভা ৭ প্রো ফাইভজি মডেলে রয়েছে ডায়মেনসিটি ৭৩০০ আল্টিমেট প্রসেসর, ৬.৭৮ ইঞ্চির ১৪৪ হার্জ অ্যামোলেড ডিসপ্লে, ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফ্ল্যাশ চার্জ সুবিধা। পোভা স্লিম ফাইভজি বিশ্বের সবচেয়ে স্লিম থ্রিডি-কার্ভড ৫জি স্মার্টফোন। এতে ৫১৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৫ ওয়াট চার্জিং এবং ডায়মেনসিটি ৬৪০০ প্রসেসর রয়েছে। অন্যদিকে, পোভা কার্ভ ফাইভজি গেমিং-প্রেমীদের জন্য, যা ৯০ এফপিএস পাবজি গেমপ্লে ও শক্তিশালী ডায়মেনসিটি ৭৩০০ প্রসেসর সাপোর্ট করে।
তিনটি মডেলেই ১৬ জিবি র্যাম, ২৫৬ জিবি স্টোরেজ, ডলবি অ্যাটমোস স্পিকার ও আইপি৬৪ সুরক্ষা যুক্ত করা হয়েছে। দাম নির্ধারণ করা হয়েছে— পোভা স্লিম ফাইভজি ২৯,৯৯৯ টাকা, পোভা কার্ভ ফাইভজি ৩২,৯৯৯ টাকা এবং পোভা ৭ প্রো ফাইভজি ৩৪,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। দেশের সব টেকনো আউটলেটে স্মাটফোনগুলো পাওয়া যাচ্ছে।