ঢাকা     ১৪ নভেম্বর ২০২৫ ||  ৩০ কার্তিক ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ভিভো এক্স ৩০০ সিরিজ: জেনে নিন সম্ভাব্য ফিচার ও দাম

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৮, ১২ নভেম্বর ২০২৫

আপডেট: ১৫:৪৯, ১২ নভেম্বর ২০২৫

ভিভো এক্স ৩০০ সিরিজ: জেনে নিন সম্ভাব্য ফিচার ও দাম

চীনা  স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো (Vivo) শিগগিরই বাংলাদেশে আনছে তাদের নতুন ফ্ল্যাগশিপ সিরিজ ভিভো এক্স ৩০০। বুধবার কোম্পানিটি ঘোষণা করেছে যে, ইউরোপ ও চীনে উন্মোচনের পর এবার দক্ষিণ এশিয়ার বাজারেও আসছেবহুল প্রতীক্ষিত এই স্মার্টফোন সিরিজটি।

আগে থেকেই ইউরোপীয় বাজারে Vivo X300 এবং Vivo X300 Pro মডেল দুটি বিক্রি শুরু হয়েছে। এই দুটি ফোনেই থাকছে নতুন প্রজন্মের MediaTek Dimensity 9500 চিপসেট, যা ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি — অর্থাৎ দ্রুত পারফরম্যান্স ও উন্নত এনার্জি ইফিশিয়েন্সি দেবে।

ফিচার ও স্পেসিফিকেশন
Pro মডেলে রয়েছে ৬.৭৮ ইঞ্চির 1.5K BOE Q10+ LTPO OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ এবং Circular Polarisation 2.0 প্রযুক্তি। স্মার্টফোনটি সর্বোচ্চ ১৬ জিবি LPDDR5x RAM এবং ১ টেরাবাইট UFS 4.1 স্টোরেজ অপশনসহ আসছে।

ক্যামেরা দিক থেকে ফোনটি আরও উন্নত — পিছনে থাকবে তিনটি ক্যামেরা সেন্সর, যার মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা (OIS সহ), ৫০ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স, এবং ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, যা ১০০x ডিজিটাল জুম সমর্থন করে।

সম্ভাব্য দাম
চীনে Vivo X300 এর দাম শুরু হয়েছে ৪,৩৯৯ ইউয়ান (প্রায় ৫৪,৭০০ টাকা) থেকে। এর উচ্চতর ভ্যারিয়েন্টগুলোর দাম ৪,৬৯৯–৫,৭৯৯ ইউয়ান পর্যন্ত (প্রায় ৫৮,০০০ থেকে ৭৩,০০০ টাকার মধ্যে)। অন্যদিকে, Vivo X300 Pro মডেলের দাম শুরু হয়েছে ৫,২৯৯ ইউয়ান (প্রায় ৬৫,৯০০ টাকা) থেকে, যা সর্বোচ্চ ৬,৬৯৯ ইউয়ান (প্রায় ৮৩,৩০০ টাকা) পর্যন্ত যেতে পারে।

চীনে Pro মডেল পাওয়া যাচ্ছে Wilderness Brown, Simple White, Free Blue, Pure Black রঙে। স্ট্যান্ডার্ড মডেল আসছে Free Blue, Comfortable Purple, Pure Black ও Lucky Colour অপশনে। জানা গেছে, বাংলাদেশে ও ভারতে একটি এক্সক্লুসিভ “Red Edition” ভ্যারিয়েন্টও উন্মোচন করা হতে পারে।

কোম্পানির সূত্র অনুযায়ী, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দক্ষিণ এশিয়ায় আনুষ্ঠানিকভাবে সিরিজটি উন্মোচিত হবে। ভারতের ফ্লিপকার্টে ইতিমধ্যে এর ডেডিকেটেড প্রি-লঞ্চ পেজ চালু হয়েছে, যা থেকে অনুমান করা হচ্ছে ফোনটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেই প্রথম বিক্রি শুরু হবে।