
চীনা মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি দেশের বাজারে নিয়ে এসেছে নতুন স্মার্টফোন- শাওমি রেডমি ১৫সি। ডিভাইসটির অন্যতম বৈশিষ্ট্য এই সেগমেন্টের সবচেয়ে বড় ৬ দশমিক ৯ ইঞ্চি সাইজের ডট ড্রপ ডিসপ্লে, যাতে থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেট।
শাওমি রেডমি ১৫ সি মডেলের ফোনটির ডিসপ্লেতে অত্যাধুনিক টেকনোলোজি ব্যবহারের কারণে ডিভাইসটির আছে আন্তর্জাতিক সনদ প্রদানকারী প্রতিষ্ঠান টিইউভি রেইনল্যান্ডের তিনটি ক্যাটাগরির (লো ব্লু লাইট, সারকাডিয়ান ফ্রেন্ডলি ও ফ্লিকার ফ্রি) সার্টিফিকেট।
স্মার্টফোনটিতে দ্রুততম সময়ে ফাস্ট চার্জিং সুবিধার পাশাপাশি রয়েছে ৬০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। ৩৩ ওয়াটের টার্বো চার্জার দিয়ে স্মার্টফোনটির ব্যাটারি জিরো পার্সেন্ট থেকে ৫০% হতে সময় নেবে মাত্র ৩১ মিনিট। ১০ ওয়াট রিভার্স চার্জিংয়ের সুবিধা থাকায় ডিভাইসটি পাওয়ারব্যাংক হিসেবেও কাজ করবে। এছাড়া উন্নত মানের চিপসেট ব্যবহার করায় ব্যাটারি সাশ্রয়ী এ ফোনটি তুলনামূলক কম গরম হয়।
ফোনটির ক্যামেরা অপশনে রয়েছে এআই ক্রাফটেড ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা আর ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়া টেক হেলিও জি৮১ আলট্রা অক্টা-কোর প্রসেসর।
শাওমি রেডমি ১৫সি ডিভাইসটিতে রয়েছে এআই ফেস লক ও সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা। এছাড়া পানির ছিঁটেফোটা ও ধুলাবালি থেকে বাড়তি সুরক্ষা দিতে ডিভাইসটিতে রয়েছে আইপি ৬৪ রেটিং।
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, এই সেগমেন্টের সবচেয়ে বড় ডিসপ্লেযুক্ত স্মার্টফোন শাওমি রেডমি ১৫সি বাজারে আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এর আগে শাওমি রেডমি ১৪সি বাজারে আনার পর শাওমি ফ্যানদের থেকে বিপুল সাড়া পাই। তারই ধারাবাহিকতায় বাজারে আরও উন্নত ডিজাইনে, আধুনিক প্রযুক্তিতে শাওমি রেডমি ১৫সি এনেছি আমরা। অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ডিসপ্লের এই স্মার্টফোনটি বিনোদনপ্রেমী শাওমি ফ্যানদের দৈনন্দিন স্মার্টফোন অভিজ্ঞতাকে আরো প্রাণবন্ত ও উপভোগ্য করে তুলবে বলে আমরা মনে করি।
স্মার্টফোনটি মিডনাইট ব্ল্যাক, মিন্ট গ্রিন ও মুনলাইট ব্লু- এ ৩ টি আকর্ষণীয় কালারে দুটি ভ্যারিয়েন্টে দেশের সকল শাওমির অফিশিয়াল স্টোরে পাওয়া যাচ্ছে। ১২৮ জিবি স্টোরেজসহ ৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র্যামের এ স্মার্টফোনটির মূল্য যথাক্রমে ১৪,৯৯৯ ও ১৭,৪৯৯ টাকা।