ঢাকা     ২৭ আগস্ট ২০২৫ ||  ১১ ভাদ্র ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন আনলো অনার

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২২:৫৫, ২৬ আগস্ট ২০২৫

বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন আনলো অনার

অনার বাংলাদেশে উন্মোচন করল বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন অনার ম্যাজিক ভি৫। আনফোল্ড অবস্থায় এর পুরুত্ব মাত্র ৪.১ মিলিমিটার এবং ফোল্ড অবস্থায় ৮.৮ মিলিমিটার। ওজন মাত্র ২১৭ গ্রাম হওয়ায় এটি সহজে বহনযোগ্য। টেকসইত্ব প্রমাণে ফোনটি ১০৪ কেজি ওজনের ভারোত্তোলন সহ্য করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে।

ঢাকার গুলশানে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ফোনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এতে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লাং গুও, বিজনেস হেড আবদুল্লাহ আল মামুন, ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম।

ম্যাজিক ভি৫ স্মার্টফোনটিতে রয়েছে ৭.৯৫ ইঞ্চি ইনার ডিসপ্লে ও ৬.৪৩ ইঞ্চি আউটার স্ক্রিন, উভয়টিই ১২০ হার্টজ এলটিপিও ওএলইডি প্যানেল। উন্নত হিঞ্জ মেকানিজম ও এআই-নির্ভর প্রযুক্তির ফলে স্ক্রিনে দীর্ঘ ব্যবহারের পরও ভাঁজের চিহ্ন পড়বে না। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্রসেসর চালিত এই ফোনে থাকছে সর্বোচ্চ ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ। শক্তি জোগাতে ব্যবহৃত হয়েছে ৫,৮২০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি, যা ৬৬ ওয়াট সুপারচার্জ ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জ সাপোর্ট করে।

ফোনটিতে অনার এআই ফ্যালকন ক্যামেরা সিস্টেম সংযুক্ত রয়েছে—৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো, ৫০ মেগাপিক্সেল ওয়াইড ও ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। এছাড়া ডিভাইসটি আইপি৫৮ ও আইপি৫৯ রেটিং সমৃদ্ধ হওয়ায় পানি ও ধুলাবালি প্রতিরোধী।

বাংলাদেশে অনার ম্যাজিক ভি৫ (১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ) এর দাম ধরা হয়েছে ২,১৯,৯৯৯ টাকা। আগাম বুকিংয়ে থাকছে ২০,০০০ টাকা ছাড়, সাথে অনার চয়েস হেডফোনস প্রো, ১০০ ওয়াট ওয়্যারলেস চার্জার স্ট্যান্ড এবং ১২ মাসের সুদমুক্ত কিস্তি সুবিধা। আগামী ৩০ আগস্ট পর্যন্ত বুকিং চলবে।

একই অনুষ্ঠানে অনার প্যাড ১০ ট্যাবলেটও উন্মোচন করে, যার দাম ৩৯,৯৯৯ টাকা।