ঢাকা     ১২ জুলাই ২০২৫ ||  ২৮ আষাঢ় ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বিশ্বের প্রথম ৪ ট্রিলিয়ন ডলারের কোম্পানি হলো এনভিডিয়া

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯, ১০ জুলাই ২০২৫

বিশ্বের প্রথম ৪ ট্রিলিয়ন ডলারের কোম্পানি হলো এনভিডিয়া

মার্কিন টেক জায়ান্ট এনভিডিয়া বুধবার ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য অর্জন করেছে, যা ইতিহাসের প্রথম পাবলিক কোম্পানি হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছে।

বুধবার কোম্পানিটির শেয়ারমূল্য ২.৪ শতাংশ বেড়ে ১৬৪ ডলার হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চাহিদা বাড়তে থাকায় এনভিডিয়া এই মাইলফলক অর্জন করলো। এনভিডিয়া অ্যাপল এবং মাইক্রোসফট উভয়কেই ছাড়িয়ে গেছে, যারা এনভিডিয়ার আগে ৩ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পৌঁছেছিল।

যুক্তরাষ্ট্রভিত্তিক এই কোম্পানিটি ২০২৩ সালের জুনে প্রথমবার ১ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পৌঁছায়। তারপর থেকে তাদের শেয়ারের দাম দ্রুত বাড়তে থাকে। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ক্যালিফোর্নিয়া-ভিত্তিক এই ব্যবসাটি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ২ ট্রিলিয়ন ডলারের সীমা অতিক্রম করে এবং জুনে ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।

এনভিডিয়া এআই প্রসেসর এবং সরঞ্জামের ক্রমবর্ধমান চাহিদা থেকে ব্যাপকভাবে উপকৃত হয়েছে, বিশেষ করে চ্যাটজিপিটির মতো এআই চ্যাটবট তৈরির পর।

যদিও কোম্পানিটি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ-এর বাজারে আধিপত্য বজায় রেখেছে, যা এআই কাজ সম্পাদন এবং বৃহৎ ভাষা মডেল (এলএলএম) তৈরির জন্য প্রয়োজনীয়, এই বছরের লাভের তীব্রতা অপ্রত্যাশিত কারণ এটি চীন থেকে বন্ধ হয়ে যাওয়ার দাবি করেছে।

সাম্প্রতিক মাসগুলিতে এনভিডিয়া মার্কিন সরকারের কাছ থেকে একাধিক রপ্তানি নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে।

এনভিডিয়া চলতি বছরের প্রথম প্রান্তিকে ৪৪.১ বিলিয়ন ডলার আয়ের কথা জানিয়েছিল, যা গত বছরের তুলনায় ৬৯ শতাংশ বেশি। কোম্পানিটি প্রতি শেয়ারে ৮১ সেন্ট করে লাভ করেছে।