ঢাকা     ২১ আগস্ট ২০২৫ ||  ৬ ভাদ্র ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

চীনের জন্য নতুন প্রজন্মের এআই চিপ তৈরি করছে এনভিডিয়া

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৫, ২০ আগস্ট ২০২৫

চীনের জন্য নতুন প্রজন্মের এআই চিপ তৈরি করছে এনভিডিয়া

বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা এনভিডিয়া (Nvidia) চীনের জন্য নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ তৈরির কাজ করছে। নতুন এই চিপ ব্ল্যাকওয়েল (Blackwell) আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি হবে এবং বর্তমানে চীনে বিক্রিত এইচ২০ (H20) মডেলের তুলনায় বেশি শক্তিশালী হবে।

বিষয়টি সম্পর্কে অবগত দুই সূত্র জানিয়েছে, চিপটির সম্ভাব্য নাম রাখা হয়েছে বি৩০এ (B30A)। এটি সিঙ্গেল-ডাই ডিজাইন হবে, যেখানে একটি সিলিকন চিপের ওপর সব মূল উপাদান থাকবে। সূত্রগুলো জানায়, নতুন চিপটি এনভিডিয়ার সর্বাধুনিক বি৩০০ (B300) অ্যাক্সেলারেটরের তুলনায় অর্ধেক কাঁচা প্রসেসিং ক্ষমতা দেবে। তবে এতে হাই-ব্যান্ডউইডথ মেমোরি এবং এনভিডিয়ার এনভিলিংক প্রযুক্তি থাকবে, যা দ্রুত ডাটা আদান-প্রদান নিশ্চিত করবে।

কোম্পানিটি আশা করছে আগামী মাসেই চীনা গ্রাহকদের কাছে পরীক্ষামূলকভাবে চিপের স্যাম্পল পাঠাতে পারবে। তবে যুক্তরাষ্ট্রের অনুমোদন পাওয়া কতটা সহজ হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, এনভিডিয়ার উন্নত চিপের একটি কম শক্তিশালী সংস্করণ চীনে বিক্রির অনুমতি দেওয়া হতে পারে। তিনি বলেন, নতুন চিপগুলোতে হয়তো “৩০% থেকে ৫০% ক্ষমতা কম থাকবে।” 

চীন এনভিডিয়ার মোট আয়ের প্রায় ১৩ শতাংশ জোগান দেয়। তবে দেশটিতে উন্নত এআই চিপ সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধে বড় ধরনের উত্তেজনা রয়েছে। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের বিধিনিষেধের কারণে হঠাৎ করে এনভিডিয়ার এইচ২০ চিপ বিক্রি বন্ধ হয়ে যায়। পরে জুলাই মাসে সীমিত অনুমোদনের ভিত্তিতে পুনরায় বিক্রি শুরু করে কোম্পানিটি।

অন্যদিকে, হুয়াওয়ে (Huawei) ইতিমধ্যেই এআই চিপ প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, কম্পিউটিং পাওয়ারে হুয়াওয়ে এনভিডিয়ার কাছাকাছি পৌঁছালেও সফটওয়্যার ইকোসিস্টেম ও মেমোরি ব্যান্ডউইডথে তারা পিছিয়ে রয়েছে।

এদিকে এনভিডিয়া আরেকটি চীনা বাজার উপযোগী চিপ আনার প্রস্তুতি নিচ্ছে, যার নাম RTX6000D। এটি তুলনামূলক দুর্বল স্পেসিফিকেশনের হলেও কম খরচে উৎপাদন সম্ভব এবং মার্কিন সরকারের নির্ধারিত সীমার মধ্যে থাকবে। সেপ্টেম্বর মাসে এই মডেলের সীমিত সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে।