ঢাকা     ২১ ডিসেম্বর ২০২৫ ||  ৭ পৌষ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

টেকনো নিয়ে এলো বিশ্বের সবচেয়ে পাতলা ওয়্যারলেস চার্জিং স্মার্টফোন

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৪, ২৭ জুলাই ২০২৫

আপডেট: ১৭:০৫, ২৭ জুলাই ২০২৫

টেকনো নিয়ে এলো বিশ্বের সবচেয়ে পাতলা ওয়্যারলেস চার্জিং স্মার্টফোন

বিশ্বের প্রযুক্তি বাজারে নতুন মাইলফলক স্পর্শ করলো স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান টেকনো। প্রতিষ্ঠনটি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC) ২০২৫-এ উন্মোচন করেছে বিশ্বের সবচেয়ে পাতলা ওয়্যারলেস চার্জিং স্মার্টফোন। মাত্র ৫.৭৫ মিলিমিটার পুরুত্বের স্পার্ক স্লিম প্রদর্শনের মাধ্যমে টেকনো তাদের উদ্ভাবনী সক্ষমতার প্রমাণ দিয়েছে। আর এবার বাজারে এসেছে সেই ধারাবাহিকতায় তৈরি স্পার্ক ৪০ প্রো প্লাস, যা প্রযুক্তিপ্রেমীদের জন্য একটি দৃষ্টিনন্দন ও কর্মক্ষমতার দিক থেকে অত্যাধুনিক স্মার্টফোন।

টেকনোর নতুন এই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে বর্তমান সময়ের সবচেয়ে শক্তিশালী ৪জি চিপসেট – মিডিয়াটেক হেলিও জি২০০। এতে রয়েছে ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম (৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড), যা মাল্টিটাস্কিং এবং গেমিংকে করে তুলবে আরও সাবলীল ও দ্রুততর।

৬.৭৮ ইঞ্চির ১.৫কে থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে এবং ১৪৪ হার্জ রিফ্রেশ রেট নিশ্চিত করে স্মুথ স্ক্রলিং, অসাধারণ কালার কনট্রাস্ট এবং প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা। ফোনটি শুধু পাতলাই নয়, বরং এর ডিজাইন ও স্থায়িত্বের ক্ষেত্রেও রয়েছে নজরকাড়া প্রযুক্তি। এতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই, আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, এবং ২-মিটার ড্রপ প্রোটেকশন—যা নিশ্চিত করে একটি টেকসই ও সুরক্ষিত ব্যবহার।

বিশ্বের সবচেয়ে পাতলা ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং স্মার্টফোন হিসেবেও স্পার্ক ৪০ প্রো প্লাস নিজের জায়গা পাকাপোক্ত করে নিচ্ছে। এতে যুক্ত করা হয়েছে ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা ৩০ ওয়াট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং ও ৪৫ ওয়াট ফাস্ট ওয়্যারড চার্জিং সমর্থন করে—একইসাথে স্লিমনেস এবং পাওয়ারের এক দারুণ সমন্বয়।

ফটোগ্রাফি প্রেমীদের জন্য, রয়েছে ৫০ মেগাপিক্সেল এআই সক্ষম রিয়ার ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে সংযুক্ত করা হয়েছে আধুনিক ক্যামেরা সফটওয়্যার যেমন: এআই ফ্ল্যাশস্ন্যাপ, এআই ইরেজার, এআইজিসি পোর্ট্রেইট ও এআই শার্পনেস, যা প্রফেশনাল ফটোগ্রাফির অভিজ্ঞতা নিশ্চিত করে।

এছাড়াও, এই ফোনটি প্রডাক্টিভ ইউজারদের জন্যও উপযুক্ত। কারণ এতে রয়েছে ইমেজ-টু-ডকুমেন্ট, ইমেজ-টু-এক্সেল, এআই রাইটিং, এআই ট্রান্সলেট, এআই সার্কেল সার্চ এবং আরও অনেক এআইভিত্তিক প্রোডাক্টিভ ফিচার। নতুনত্বে যোগ হয়েছে টেকনো ফ্রি লিঙ্ক নামক একটি রেকর্ডিং ফিচার, যার মাধ্যমে নেটওয়ার্ক ছাড়াই কল ও টেক্সট করা সম্ভব। এটি দুর্বল সংযোগ এলাকায় ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে সহায়ক।

নিরাপত্তা নিশ্চিতে ফোনটিতে রয়েছে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সুবিধা। এছাড়াও রয়েছে মাল্টিফাংশনাল এনএফসি ও আউটডোর বুস্টার ফিচার, যা স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে করে আরও উন্নত ও কার্যকর।

বাংলাদেশে এই অত্যাধুনিক ডিভাইসটির মূল্য রাখা হয়েছে মাত্র ২৪,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য), যা একে করে তুলছে ফ্ল্যাগশিপ ফিচারযুক্ত সবচেয়ে সাশ্রয়ী আলট্রা-স্লিম ফোন। এটি এখন দেশের সকল টেকনো ব্র্যান্ড আউটলেটে পাওয়া যাচ্ছে।