ঢাকা     ০১ আগস্ট ২০২৫ ||  ১৭ শ্রাবণ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

কী থাকছে নতুন আইফোনে

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৩, ২১ আগস্ট ২০২২

আপডেট: ১৫:৩৩, ২২ আগস্ট ২০২২

কী থাকছে নতুন আইফোনে

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের আইফোন ১৪ সিরিজের মোড়ক উন্মোচন হতে পারে আগামী ৭ সেপ্টেম্বর। এ বিষয়ে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার গ্রহণ এবং ১৬ সেপ্টেম্বর থেকে নতুন আইফোন সরবরাহ শুরু করতে পারে প্রতিষ্ঠানটি।

আইফোন ১৪ দেখতে অনেকটা আইফোন ১৩-এর মতোই হবে বলে জানা গেছে। আইফোন ১৪ লাইনআপে ৪টি নতুন মডেল অন্তর্ভুক্ত থাকতে পারে। মডেলগুলো হলো: আইফোন ১৪, আইফোন ১৪ ম্যাক্স, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স।

তবে, আইফোন ১৪ সিরিজে ৫.৪-ইঞ্চির 'মিনি' সংস্করণটি থাকছেনা বলে জানা গেছে। তার পরিবর্তে ৬.১-ইঞ্চি স্ক্রিনসহ দুটি মডেল এবং ৬.৭-ইঞ্চি স্ক্রিনসহ দুটি মডেলের পরিকল্পনা করছে অ্যাপল।

এছাড়া আইফোন ১৪ প্রো সংস্করণটির জন্য বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে অ্যাপল। সামনের দিকে 'নচ' নামে পরিচিত ক্যামেরা কাটআউটটি ফেস আইডি সেন্সরের জন্য পিল-আকৃতির গর্ত দিয়ে এবং ক্যামেরার জন্য একটি হোল-পাঞ্চ প্রতিস্থাপন করবে প্রতিষ্ঠানটি। যা ব্যবহারকারীদের একটু বেশি স্ক্রিন স্পেস দেবে। এছাড়া আইফোন ১৪ প্রো-তে একটি ফাস্ট চিপ যুক্ত থাকতে পারে। যেখানে অ্যাপল স্ট্যান্ডার্ড আইফোন ১৪ মডেলগুলোতে আইফোন ১৩-এর এ১৫ চিপগুলোই রাখবে বলে মনে করা হচ্ছে।

আইফোন ১৪ প্রো-তে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে ক্যামেরা সিস্টেমে। প্রো মডেলগুলোতে ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং টেলিফটো সেন্সরগুলোর পাশাপাশি থাকবে একটি ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এছাড়া নতুন আইফোনে ভিডিও রেকর্ডিং এবং ব্যাটারি লাইফ উন্নতিরও পরিকল্পনা করছে অ্যাপল।