ঢাকা     ০২ আগস্ট ২০২৫ ||  ১৭ শ্রাবণ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বাজারে এলো আইফোন ১৩, দাম ও যা থাকছে

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৯, ১৫ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১২:৫৮, ১৮ সেপ্টেম্বর ২০২১

বাজারে এলো আইফোন ১৩, দাম ও যা থাকছে

প্রতিবছর সেপ্টেম্বরে আইফোনের নতুন মডেল বাজারে নিয়ে আসে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। এরই ধারাবাহিকতায় বুধবার (১৪ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে অনুষ্ঠিত হলো আইফোন ১৩ এর গ্র্যান্ড লঞ্চিং। পিঙ্ক, ব্লু, মিডনাইট স্টারলেট ছাড়াও এসেছে রেড রঙের আইফোন ১৩।

নতুন রঙে চারটি মডেল নিয়ে হাজির হলো আইফোন ১৩। আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স।

অ্যাপল জানিয়েছে, আইফোন ১৩ ও আইফোন ১৩ মিনির পেছনে থাকছে ১২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। ভিডিও কনটেন্ট তৈরিতেও নতুন আইফোন বেশ সুবিধা নিয়ে এসেছে। ক্যামেরায় রয়েছে সিনেম্যাটিক মোড।

ব্যাটারি এবং কার্যকারিতা পারফরম্যান্স বিচারে পুরনো মডেলগুলোর চেয়ে বেশ উন্নত। পুরোনো সিরিজের থেকে অন্তত আড়াই ঘণ্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে আইফোন ১৩। একইভাবে আইফোন ১৩ মিনি আগের চেয়ে ১ থেকে দেড় ঘণ্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে। নতুন আইফোনগুলো চলবে অ্যাপলের তৈরি এ ১৫ বায়োনিক প্রসেসরে।

ডিসপ্লেতেও আগের চেয়ে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। যা প্রায় ২০ শতাংশ বেশি উজ্জ্বল। নতুন মডেলে থাকছে ৫০০ জিবি স্টোরেজ। সর্বনিম্ন ৬৪ জিবির বদলে ১২৮ জিবি স্টোরেজ করেছে প্রতিষ্ঠানটি।

আইএফোন ১৩ -এর দাম নির্ধারণ করা হয়েছে ৭৯৯ ডলার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮ হাজার টাকা), আইফোন ১৩ মিনি ৬৯৯ ডলার (৫৯ হাজার ৫০০ টাকা প্রায়) , আইফোন ১৩ প্রোর দাম ৯৯৯ ডলার (৮৫ হাজার টাকা প্রায়)। আর আইফোন ১৩ প্রো ম্যাক্সের দাম পড়বে ১ হাজার ৯৯ ডলার (৯৪ হাজার টাকা প্রায়)। 

অ্যাপল জানিয়েছে, আগামী শুক্রবার (১৭ সেপ্টেম্বর) থেকে প্রি অর্ডার করা যাবে কয়েকটি দেশে। তবে বাজারে আসবে আগামী ২৪ সেপ্টেম্বরে।