ঢাকা     ০৫ সেপ্টেম্বর ২০২৫ ||  ২০ ভাদ্র ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

হাজার কোটি টাকা মুনাফা ওয়ালটনের, ১৭৫% লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ১৪:৪৮, ৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৪:৫০, ৪ সেপ্টেম্বর ২০২৫

হাজার কোটি টাকা মুনাফা ওয়ালটনের, ১৭৫% লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশীয় টেক জায়ান্ট কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ গত অর্থবছরে হাজার কোটি টাকা মুনাফা করেছে। এই মুনাফা থেকে কোম্পানিটি শেয়ারধারীদের ১৭৫ শতাংশ বা প্রতি শেয়ারে সাড়ে ১৭ টাকা করে নগদ লভ্যাংশ দেবে। এ ছাড়া দেওয়া হবে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। 

গতকাল বুধবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় গত জুনে সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। আজ বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের এই তথ্য জানানো হয়। 

কোম্পানিটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ মুনাফা করেছে ১ হাজার ৩৭ কোটি টাকা। যদিও তার আগে ২০২৩-২৪ অর্থবছরে এই মুনাফার পরিমাণ ছিল ১ হাজার ৩৫৭ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা ৩২০ কোটি টাকা কমে গেছে। মুনাফা কমে যাওয়ার কারণ হিসেবে ওয়ালটন জানিয়েছে, একদিকে কোম্পানির বিক্রি কমেছে, অন্যদিকে বেড়েছে আর্থিক ও পণ্য বিতরণ বাবদ খরচ। যার কারণে বছর শেষে কোম্পানির মুনাফা উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।

ওয়ালটন গত অর্থবছরের (২০২৪-২৫) জন্য নগদ যে লভ্যাংশ ঘোষণা করেছে তার জন্য কোম্পানিটিকে নগদ লভ্যাংশ বাবদ বিতরণ করতে হবে ৫৩০ কোটি টাকা। তার আগের অর্থবছরে কোম্পানিটি নগদ লভ্যাংশ বাবদ শেয়ারধারীদের মধ্যে বিতরণ করেছিল ১ হাজার ৬০ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে নগদ লভ্যাংশের পরিমাণ কমে অর্ধেক হয়েছে। তবে ২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্তির পর এবারই প্রথম বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। তাতে কোম্পানিটিকে বোনাস লভ্যাংশ বাবদ নতুন করে প্রায় ৩ কোটি ৩ লাখ শেয়ার ইস্যু করতে হবে, আজ বৃহস্পতিবারের বাজারমূল্য (৪৮৭ টাকা) অনুযায়ী এই বোনাস শেয়ারের সর্বমোট দাম দাঁড়ায় এক হাজার ৪৭৫ কোটি টাকা।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত জুলাই শেষে ওয়ালটনের সিংহভাগ তথা ৬১ শতাংশের বেশি শেয়ার ছিল কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। আর প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারীদের হাতে ছিল ৩৯ শতাংশ শেয়ার। 

ডিএসইর তথ্য অনুযায়ী, ২০২০ সালে সেপ্টেম্বরে ওয়ালটন শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। শুরুতে কোম্পানিটি মাত্র ১ শতাংশ শেয়ার বাজারে ছেড়েছিল। পরে বিএসইসির নির্দেশে কোম্পানিটি আরও ৯ শতাংশের বেশি শেয়ার বাজারে ছাড়ে।