ঢাকা     ২৯ আগস্ট ২০২৫ ||  ১৩ ভাদ্র ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ওয়ালটনের নতুন প্রিমিয়াম ট্যাব ‘ওয়ালপ্যাড ১১জি’ বাজারে

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৬, ২৮ আগস্ট ২০২৫

ওয়ালটনের নতুন প্রিমিয়াম ট্যাব ‘ওয়ালপ্যাড ১১জি’ বাজারে

দেশীয় প্রযুক্তি ব্র্যান্ড ওয়ালটন বাজারে এনেছে তাদের নতুন প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাবলেট ওয়ালপ্যাড ১১জি (Walpad 11G)। শক্তিশালী পারফরম্যান্স, বড় ডিসপ্লে, উন্নত মাল্টিমিডিয়া সুবিধা ও দীর্ঘস্থায়ী ব্যাটারির সমন্বয়ে তৈরি এই ডিভাইসটি কাজ, বিনোদন, অনলাইন ক্লাস কিংবা গেমিং—সব ক্ষেত্রেই হতে পারে আদর্শ সঙ্গী।

ওয়ালপ্যাড ১১জি চালিত হচ্ছে মিডিয়াটেক হেলিও জি৯৯ অক্টা-কোর প্রসেসর দ্বারা, যার সর্বোচ্চ ক্লক স্পিড ২.২ গিগাহার্টজ। রয়েছে মালি-জি৫৭ এমসি২ জিপিইউ, যা গেমিং ও মাল্টিমিডিয়া ব্যবহারে গ্রাফিক্স অভিজ্ঞতাকে করবে আরও সাবলীল। বড় আকারের ১০.৯৫ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে (১৯২০x১২০০ রেজোলিউশন) এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট ব্যবহারকারীদের দেবে মসৃণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা।

মেমোরি কনফিগারেশনে ট্যাবটিতে থাকছে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি বা ২৫৬ জিবি ইউএফএস স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। ফটোগ্রাফির জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল অটোফোকাস মেইন ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর, পাশাপাশি ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ভিডিও কল ও সেলফির জন্য।

অডিও অভিজ্ঞতা বাড়াতে ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে ডিটিএস সাপোর্টেড চারটি স্পিকার। কানেক্টিভিটির জন্য রয়েছে ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.২, ইউএসবি টাইপ-সি, ওটিজি এবং ৪জি সাপোর্ট। ট্যাবটিতে রয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি ও ২০ ওয়াট ফাস্ট চার্জিং।

ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, প্রযুক্তিনির্ভর জীবনে বর্তমানে ট্যাবলেট অত্যন্ত প্রয়োজনীয় ডিভাইস । কাজ, বিনোদন, অনলাইন ক্লাস কিংবা গেমিং-সবক্ষেত্রেই ট্যাব আমাদের জীবনকে আরো সহজ ও আধুনিক সুবিধা প্রদান করে। গ্রাহকচাহিদার প্রয়োজনীয়তা অনুযায়ী আমরা নতুন দুটি ভ্যারিয়েন্টে প্রিমিয়াম এই অ্যান্ড্রয়েড ট্যাব বাজারে ছেড়েছি। আশা করছি ওয়ালটনের নতুন এই ট্যাব প্রযুক্তিপ্রেমিদের কাছে দারুণ সাড়া ফেলবে।

ওয়ালপ্যাড ১১জি-এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২১,৭৫০ টাকা এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ২৩,৭৫০ টাকা। ডিভাইসটি এখন পাওয়া যাচ্ছে দেশের সব ওয়ালটন প্লাজা ও অফিসিয়াল ওয়েবসাইটে।