
পুঁজিবাজারে আবারো লেনদেনের সময় পরিবর্তন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন চলবে।
এদিকে লেনদেনের আগে প্রি-ওপেনিং সেশন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশের পুঁজিবাজারে কোনো প্রি-ওপেনিং সেশন থাকছে না। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শেয়ারবাজারে প্রি-ওপেনিং সেশন থাকছে না। তবে পোস্ট-ক্লোজিং আগের মতোই থাকছে।
আর ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন হবে। সে ক্ষেত্রে পোস্ট ক্লোজিং সেশন হবে ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত।