ঢাকা     ১৬ জানুয়ারি ২০২৬ ||  ৩ মাঘ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

প্রবাসে কর্মসংস্থান বাড়াতে ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে সরকার

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫২, ১৩ জানুয়ারি ২০২৬

প্রবাসে কর্মসংস্থান বাড়াতে ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে সরকার

প্রবাসে কর্মসংস্থান বৃদ্ধি ও রেমিট্যান্স বাড়ানোর লক্ষ্য নিয়ে ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৪০ হাজার নতুন চালককে প্রাথমিক প্রশিক্ষণ এবং ২০ হাজার অভিজ্ঞ চালককে উন্নত দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হবে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২৩০ কোটি ৭২ লাখ টাকা।

মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি জানান, বিদেশে ভারী যানবাহন চালানোর চাহিদা বেশি হওয়ায় নতুন চালকদের ক্রেন, এক্সকাভেটরসহ হেভি ভেহিকেল পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হবে। এতে দক্ষতার ভিত্তিতে বিদেশে উচ্চ বেতনের চাকরি পাওয়ার সুযোগ তৈরি হবে।

প্রকল্পটি বাস্তবায়ন করবে বিআরটিএ এবং বিএমইটি। প্রশিক্ষণ থেকে শুরু করে সনদ ও লাইসেন্স দেওয়া হবে নির্ধারিত নিয়মে। এছাড়া ৬০ হাজার চালকের চোখ পরীক্ষা এবং ২০ হাজার চালককে চশমা সরবরাহের ব্যবস্থাও আছে।

সরকার জানায়, উদ্যোগটি দীর্ঘমেয়াদি কর্মসংস্থান কৌশলের অংশ এবং নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয়। এটি শুধু বিদেশে নয়, দেশে দক্ষ চালক তৈরির মাধ্যমে সড়ক নিরাপত্তা বাড়াতেও সহায়ক হবে।

বিশ্বব্যাংকের সহায়তায় ২০২৮ সাল পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়িত হবে।

এছাড়া বৈঠকে নলুয়া–বাহেরচর সেতু নির্মাণের ৮৯৯ কোটি টাকার একটি প্রস্তাবও অনুমোদন পায়। পান্ডব-পায়রা নদীর ওপর সেতুটি নির্মিত হলে বরিশাল-দুমকি সড়ক যোগাযোগ আরও উন্নত হবে।