ঢাকা     ২৯ আগস্ট ২০২৫ ||  ১৪ ভাদ্র ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ঘরে বসে ফ্রিল্যান্সিং পর্ব–৩

ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে ফ্রিল্যান্স ক্যারিয়ার শুরু করবেন কিভাবে?

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ০০:২৮, ২৯ আগস্ট ২০২৫

ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে ফ্রিল্যান্স ক্যারিয়ার শুরু করবেন কিভাবে?

আজকের দিনে যদি কোনো স্কিলকে সবচেয়ে বেশি ‘চাহিদাসম্পন্ন’ বলা যায়, তবে সেটি হলো ওয়েব ডেভেলপমেন্ট। ছোট একটি স্টার্টআপ থেকে শুরু করে বহুজাতিক কোম্পানি—সবারই একটি প্রফেশনাল ওয়েবসাইট দরকার। আর সেই কারণেই ফ্রিল্যান্সিং জগতে ওয়েব ডেভেলপারদের কাজের সুযোগ সীমাহীন।

এই পর্বে আমরা জানবো—ওয়েব ডেভেলপমেন্ট আসলে কী, কোন কোন ধরনের কাজ পাওয়া যায়, কীভাবে শেখা শুরু করবেন, আর কিভাবে একজন দক্ষ ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার হয়ে উঠতে পারেন।

ওয়েব ডেভেলপমেন্ট আসলে কী?

ওয়েব ডেভেলপমেন্ট মানে হলো কোনো ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি ও মেইনটেইন করা। সাধারণত এটি দুই ভাগে ভাগ করা হয়:

ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্ট – ইউজার যা দেখে। যেমন ডিজাইন, বাটন, মেনু, লেআউট। যেটা তৈরিতে HTML, CSS, JavaScript, React, Vue.js টুলস প্রয়োজন হয়। 
ব্যাক-এন্ড ডেভেলপমেন্ট – ওয়েবসাইটের ভেতরের লজিক, ডেটা, সার্ভার। যার জন্য PHP, Node.js, Python (Django/Flask), MySQL, MongoDB টুলস প্রয়োজন হয়। 
এছাড়াও আছে ফুল-স্ট্যাক ডেভেলপমেন্ট, যেখানে ফ্রন্ট-এন্ড ও ব্যাক-এন্ড দুটোই একজন ডেভেলপার সামলান।

ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে ওয়েব ডেভেলপমেন্টের কাজ-

  • নতুন ওয়েবসাইট তৈরি করা
  • ই-কমার্স সাইট বানানো (Shopify, WooCommerce)
  • ওয়েবসাইট মেইনটেইন ও বাগ ফিক্সিং
  • কাস্টম ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট
  • ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন
  • API ইন্টিগ্রেশন
  • Fiverr, Upwork, Freelancer—সব মার্কেটপ্লেসেই প্রতিদিন হাজার হাজার ওয়েবসাইট ডেভেলপমেন্ট প্রজেক্ট পোস্ট হয়।

শিখতে যা যা লাগবে-

ফ্রন্ট-এন্ডের বেসিক: 
HTML: ওয়েবসাইটের কাঠামো তৈরি
CSS: ওয়েবসাইটের ডিজাইন ও সৌন্দর্য
JavaScript: ওয়েবসাইটকে ইন্টার‌্যাকটিভ করা

ব্যাক-এন্ডের জন্য:
PHP বা Node.js (শুরুর জন্য সহজ)
Database: MySQL বা MongoDB
CMS (Content Management System)
WordPress (সবচেয়ে জনপ্রিয়)
Shopify (ই-কমার্সের জন্য)
ভার্সন কন্ট্রোল
Git & GitHub ব্যবহার করা শিখতে হবে।

শিখতে কত সময় লাগতে পারে-
বেসিক ওয়েবসাইট তৈরি (৩–৪ মাস)
ডাইনামিক সাইট বা ই-কমার্স (৬–৮ মাস)
ফুল-স্ট্যাক দক্ষতা (১২ মাস+)

তবে মনে রাখবেন—শেখার কোনো শেষ নেই। প্রযুক্তি বদলাচ্ছে, তাই নিয়মিত নতুন কিছু শিখতে হবে।

নতুনদের জন্য শুরু করার ধাপ-
ইউটিউব বা ফ্রি অনলাইন কোর্স থেকে HTML, CSS, JS শিখুন।
একটি ব্যক্তিগত পোর্টফোলিও ওয়েবসাইট বানান।
ছোট প্রজেক্ট নিন, যেমন—"Convert PSD to HTML" বা "Fix WordPress Errors"।
Fiverr–এ গিগ দিন: "Build Responsive WordPress Website"।
কাজের অভিজ্ঞতা বাড়লে ধীরে ধীরে বড় প্রজেক্ট নিন।

মার্কেটপ্লেসে সফল হওয়ার টিপস-

  • ক্লায়েন্টের সাথে সবসময় যোগাযোগ করুন।
  • কাজের সময়সীমা ও খরচ শুরুতেই নির্ধারণ করুন।
  • ডেলিভারি করার আগে নিজে একাধিকবার টেস্ট করুন।
  • ছোট প্রজেক্টকে হালকাভাবে নেবেন না—প্রতিটি রিভিউ ভবিষ্যতে বড় কাজ পেতে সাহায্য করে।

ভবিষ্যৎ সম্ভাবনা-
ওয়েব ডেভেলপমেন্ট শিখে শুধু ফ্রিল্যান্সার হিসেবেই নয়, সফটওয়্যার কোম্পানি, স্টার্টআপ এমনকি নিজস্ব ব্যবসাও শুরু করা যায়। বাংলাদেশসহ বিশ্বব্যাপী এই দক্ষতার বাজার অগণিত। একজন দক্ষ ওয়েব ডেভেলপার মাসে সহজেই ৫০০–১০০০ ডলার বা তারও বেশি আয় করতে পারেন।

ওয়েব ডেভেলপমেন্ট এমন একটি স্কিল যা একদিকে সৃজনশীলতা দেখায়, অন্যদিকে টেকনিক্যাল দক্ষতাকে কাজে লাগায়। নিয়মিত অনুশীলন ও নতুন প্রযুক্তি শেখার আগ্রহ থাকলেই আপনি ঘরে বসে একজন সফল ওয়েব ডেভেলপার হিসেবে বৈশ্বিক মার্কেটপ্লেসে নিজের জায়গা তৈরি করতে পারবেন।