ঢাকা     ০৫ মে ২০২৪ ||  ২২ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে সাউথবাংলা ব্যাংকসহ চার কোম্পানি

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৭:২২, ১১ আগস্ট ২০২১

বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে সাউথবাংলা ব্যাংকসহ চার কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সাউথবাংলা ব্যাংকসহ ৪ কোম্পানির শেয়ারে বিক্রেতা উধাও হয়ে গেছে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। কোম্পানিগুলো হলো- সাউথবাংলা ব্যাংক, ইসলামিক ফিন্যান্স, শ্যামপুর সুগার এবং জিলবাংলা সুগার মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১২টা ৪১ মিনিট পর্যন্ত ইসলামিক ফিন্যান্সের স্ক্রিনে ৩৫ ৫৪ হাজার ১০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর ছিল শূন্য। এসময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে সাউথবাংলা ব্যাংকের স্ক্রিনে ৩ কোটি ৯৭ লাখ ১৯ হাজার ৬২১টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১ টাকা দরে লেনদেন হয়। একই সময়ে শ্যামপুর সুগার, জিলবাংলা সুগার মিলস লিমিটেডর স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও ছিলোনা কোনো বিক্রেতা।