ঢাকা     ২১ আগস্ট ২০২৫ ||  ৬ ভাদ্র ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বিটিআরসির মহাপরিচালক হলেন নাসিম পারভেজ

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৩:২৮, ১০ ডিসেম্বর ২০২০

বিটিআরসির মহাপরিচালক হলেন নাসিম পারভেজ

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ।

প্রেষণে এই নিয়োগ দিয়ে নাসিম পারভেজের চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করে বুধবার (১০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।


একই আদেশে বিটিআরসির মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামালকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বিটিআরসিতে একজন চেয়ারম্যান ছাড়াও একজন ভাইস-চেয়ারম্যান, তিনজন কমিশনার, পাঁচজন মহাপরিচালকের পদ রয়েছে।