দেশের স্মার্টফোন বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে অপোর নতুন রেনো১৫ সিরিজ ফাইভজি। অনুষ্ঠানে রেনো১৫ সিরিজের শক্তিশালী ১২০x জুম সক্ষমতা ও উন্নত ক্যামেরা প্রযুক্তি তুলে ধরা হয়।
রেনো১৫ সিরিজের মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরতে অপো বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সঙ্গে একটি সহযোগিতামূলক অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে। এই উদ্যোগে স্মার্টফোন ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির মাধ্যমে দেশের প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্বদরবারে তুলে ধরতে উৎসাহিত করা হবে।
অপো রেনো১৫ সিরিজ ফাইভজির বিশেষ আকর্ষণ এর ক্যামেরা সেটআপ। এতে রয়েছে ১০০ ডিগ্রি ফিল্ড অব ভিউসহ আল্ট্রা-ওয়াইড ফ্রন্ট ক্যামেরা, ৩.৫x টেলিফটো পোর্ট্রেট, এআই পোর্ট্রেট গ্লো এবং ৪কে এইচডিআর আল্ট্রা-স্টেডি ভিডিও সুবিধা।
দামের দিক থেকে, অপো রেনো১৫ ফাইভজি (১২ জিবি র্যাম + ২৫৬ জিবি রম) পাওয়া যাচ্ছে ৭৯,৯৯০ টাকায় এবং অপো রেনো১৫ এফ ফাইভজি (৮ জিবি র্যাম + ২৫৬ জিবি রম) এর দাম ৫৪,৯৯০ টাকা। পাশাপাশি নতুন অপো প্যাড এসই ও অপো প্যাড ৩-ও বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।
