ঢাকা     ২০ জানুয়ারি ২০২৬ ||  ৭ মাঘ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

শাওমির রেডমি নোট ১৫ সিরিজের তিন স্মার্টফোন বাজারে

প্রকাশিত: ১৩:০৬, ২০ জানুয়ারি ২০২৬

শাওমির রেডমি নোট ১৫ সিরিজের তিন স্মার্টফোন বাজারে

দেশের স্মার্টফোন বাজারে রেডমি নোট ১৫ সিরিজের অধীনে তিনটি নতুন স্মার্টফোন উন্মোচন করেছে চীনা হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি। শক্তিশালী পারফরম্যান্স, উন্নত ক্যামেরা প্রযুক্তি ও দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ—এই তিন বৈশিষ্ট্যের সমন্বয়েই তৈরি করা হয়েছে রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি, রেডমি নোট ১৫ ফাইভজি এবং রেডমি নোট ১৫ ফোরজি।

সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইস রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজিতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির ক্রিস্টালরেস অ্যামোলেড ডিসপ্লে ও ২০০ মেগাপিক্সেল আল্ট্রা ক্ল্যারিটি ক্যামেরা, যা এআই ইঞ্জিনের মাধ্যমে প্রতিটি ফ্রেমকে আরও নিখুঁতভাবে ধারণ করে। সেলফির জন্য এতে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটির ৬৫০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি ও ১০০ ওয়াট হাইপার চার্জিং সুবিধা মাত্র ৪০ মিনিটে ফুল চার্জ নিশ্চিত করে। আইপি৬৯ রেটিং ফোনটিকে পানি ও ধুলাবালি থেকে সুরক্ষা দেয়।

রেডমি নোট ১৫ ফাইভজি ও রেডমি নোট ১৫ ফোরজি মডেলে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, অ্যামোলেড সানলাইট ডিসপ্লে এবং শক্তিশালী প্রসেসর। 

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা রেডমি নোট সিরিজের ওপর বিপুল প্রত্যাশা মাথায় রেখেই দেশে রেডমি নোট ১৫ সিরিজ এনেছি আমরা। সিরিজটি শাওমি গ্রাহকদের পূর্বের সব অভিজ্ঞতা ছাপিয়ে দেবে দুর্দান্ত পারফরম্যান্স ও নতুন অভিজ্ঞতা।

মোকা ব্রাউন, ব্ল্যাক, গ্লেসিয়ার-ব্লু, মিষ্ট পার্পল ও পার্পল - এই পাঁচটি আকর্ষণীয় রঙের রেডমি নোট ১৫ সিরিজের স্মার্টফোনগুলো ওজনে হালকা ও স্লিম। ১২ জিবি স্টোরেজ ও ৫১২ জিবি র‍্যামের রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজির মূল্য ৬২,৯৯৯ টাকা। রেডমি নোট ১৫ ফাইভজির (৮+২৫৬ জিবি) মূল্য ৩৬,৯৯৯ টাকা। অপরদিকে রেডমি নোট ১৫ ফোরজি ৬+১২৮ জিবি এবং ৮+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে ২৬,৯৯৯ ও ২৯,৯৯৯ টাকা।