
দেশে টেলিযোগাযোগ সেবার মান উন্নয়নে নতুন নীতিমালা প্রণয়ন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এই নীতিমালায় আগামীকাল (১ সেপ্টেম্বর) থেকে ৪জি সেবায় ন্যূনতম ডাউনলোড গতি ১০ এমবিপিএস এবং আপলোড গতি ২ এমবিপিএস বাধ্যতামূলক করা হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়েব রবিবার তার ফেসবুক পেজে এ তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানায়, অপারেটরদের ড্রাইভ টেস্টে সর্বনিম্ন এই গতি বজায় রাখতে হবে। একই সঙ্গে কল ড্রপ রেট কমানো, সংযোগ স্থিতিশীলতা বজায় রাখা এবং মাসিক নেটওয়ার্ক কর্মক্ষমতার প্রতিবেদন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই নীতিমালা কার্যকর হলে দেশে টেলিযোগাযোগ খাতে সেবার মান উন্নত হবে এবং গ্রাহকরা আরও দ্রুত ও নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সুবিধা পাবেন। বিশেষ করে গ্রামীণ ও শহরতলি অঞ্চলে দীর্ঘদিন ধরে ভোগান্তি থাকা কল ড্রপ ও ধীরগতির ইন্টারনেট সমস্যার সমাধানে এ পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে।