
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর রবি আজিয়াটা আজ রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের নির্বাচিত কিছু এলাকায় বাণিজ্যিকভাবে পঞ্চম প্রজন্মের মোবাইল সেবা (৫জি) চালু করতে যাচ্ছে। এর মধ্য দিয়ে দেশের মোবাইল অপারেটরগুলোর মধ্যে প্রথমবারের মতো বাণিজ্যিক ৫জি সেবা উদ্বোধন করতে যাচ্ছে রবি।
কোম্পানির কর্মকর্তাদের দেওয়া তথ্যে জানা গেছে, প্রাথমিকভাবে ঢাকার শাহবাগ, ফকিরাপুল এবং রবির নিজস্ব অফিস প্রাঙ্গণে এই সেবা চালু হবে। আজ বিকেল থেকেই এসব এলাকায় ৫জি–সক্ষম স্মার্টফোন ব্যবহারকারীরা নতুন সেবাটি ব্যবহার করতে পারবেন।
উল্লেখ্য, দেশে প্রথমবারের মতো ২০১৮ সালের ২৫ জুলাই রাজধানীর সোনারগাঁও হোটেলে রবি ও হুয়াওয়ের যৌথ উদ্যোগে ৫জি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। একই বছরের ১২ ডিসেম্বর রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক পরীক্ষামূলকভাবে ছয়টি স্থানে ৫জি সেবা চালু করে। পরবর্তীতে ২০২২ সালে গ্রামীণফোন ঢাকাসহ চট্টগ্রামে পরীক্ষামূলক ব্যবহার এবং দেশের আটটি বিভাগীয় শহরে ট্রায়াল পরিচালনা করে। তবে অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এতদিন বাণিজ্যিক পর্যায়ে এই সেবা চালু হয়নি।
প্রসঙ্গত, পার্শ্ববর্তী দেশ ভারত ২০২২ সালের ১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ৫জি সেবা চালু করে। বিশ্বের বিভিন্ন দেশে দ্রুতগতিতে ৫জি প্রযুক্তির প্রসার ঘটছে। এরিকসনের সর্বশেষ মোবিলিটি রিপোর্ট (২০২৫ সালের প্রথম প্রান্তিক) অনুযায়ী, বিশ্বব্যাপী ৫জি গ্রাহকের সংখ্যা ইতোমধ্যেই ২৪০ কোটির বেশি ছাড়িয়েছে এবং বছরের শেষ নাগাদ তা প্রায় ২৯০ কোটিতে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।