বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার বাংলাদেশে স্থানীয়ভাবে উৎপাদন শুরু করতে কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
চুক্তিতে স্বাক্ষর করেন অনারের সাউথ ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট জর্জ ঝাও এবং স্মার্ট টেকনোলজিস বিডি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম।
কারখানাটি স্থাপন করা হবে কালিয়াকৈরের স্মার্ট হাইটেক পার্কে। এখানে উৎপাদিত ডিভাইসগুলো বহন করবে ‘মেড ইন বাংলাদেশ’ লেবেল।
অংশীদারিত্ব নিয়ে জর্জ ঝাও বলেন, বাংলাদেশ দ্রুতবর্ধনশীল সম্ভাবনাময় বাজার। স্থানীয় পর্যায়ে উৎপাদনের মাধ্যমে অনারের বৈশ্বিক এআই উদ্ভাবন আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। তিনি এটিকে স্থানীয় প্রতিভা বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং উচ্চমানের ডিভাইস সরবরাহের প্রতি অনারের অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন।
স্মার্ট টেকনোলজিস’র ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, এ উদ্যোগ নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে, স্থানীয় সক্ষমতা বাড়াবে এবং দেশের প্রযুক্তিগত অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
২০২৩ সালে বাংলাদেশে কার্যক্রম শুরুর পর থেকে অনার দ্রুতই শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ডগুলোর একটি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। নতুন এ কারখানা স্থাপন অনারের ‘আলফা প্ল্যান’–এর অংশ, যা বৈশ্বিক উদ্ভাবন, ক্রেতাকেন্দ্রিক প্রযুক্তি এবং যৌথ প্রবৃদ্ধির ওপর জোর দেয়।
