
চীনা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মার্কিন কার্যক্রম বিক্রির প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক নির্বাহী আদেশে টিকটক ইউএস-এর মালিকানা যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। আইন অনুযায়ী, বিক্রি সম্পন্ন না হলে আগামী বছরের শুরুতে দেশটিতে টিকটক নিষিদ্ধ হওয়ার কথা ছিল।
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, নতুন মার্কিন কোম্পানির মূল্য প্রায় ১৪ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে। তবে এ মূল্য অনেক বিশ্লেষকের পূর্বাভাসের চেয়ে কম। বিশেষ করে অ্যালগরিদম ছাড়া টিকটকের মূল্যায়ন ৩০ থেকে ৪০ বিলিয়ন ডলার ধরা হয়েছিল।
চুক্তি অনুযায়ী, ওরাকল ও প্রাইভেট-ইকুইটি ফার্ম সিলভার লেকসহ একটি বিনিয়োগকারী গ্রুপ টিকটক ইউএস-এর প্রায় ৫০ শতাংশ শেয়ার নেবে। বাইটড্যান্সের বর্তমান শেয়ারহোল্ডারদের হাতে থাকবে প্রায় ৩০ শতাংশ। নতুন কোম্পানির সাত সদস্যের বোর্ডে বাইটড্যান্স একজনকে মনোনীত করবে, বাকিরা হবেন আমেরিকান নাগরিক।
ট্রাম্প জানান, টিকটক এখন থেকে পুরোপুরি আমেরিকানদের দ্বারা পরিচালিত হবে। তিনি আরও বলেন, এই চুক্তিতে ডেল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা মাইকেল ডেল, ফক্স কর্পোরেশনের চেয়ারম্যান রুপার্ট মারডকসহ আরও কয়েকজন বিশ্বমানের বিনিয়োগকারী যুক্ত হবেন।
তবে বড় প্রশ্ন রয়ে গেছে—টিকটকের মূল সম্পদ রিকমেন্ডেশন অ্যালগরিদমের নিয়ন্ত্রণ কে রাখবে। ট্রাম্প জানিয়েছেন, অ্যালগরিদমটি নতুন করে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তা মার্কিন নিরাপত্তা অংশীদারদের তত্ত্বাবধানে থাকবে।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এই পরিকল্পনায় সম্মতি দিলেও, বাইটড্যান্স মার্কিন কার্যক্রমে কিছু ভূমিকা রাখতে পারে বলে চীনা গণমাধ্যমগুলো জানিয়েছে। এ নিয়ে এখনো কোনো চূড়ান্ত মন্তব্য করেনি হোয়াইট হাউস কিংবা টিকটক।