
চীনা প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি নতুন দুটি স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে। রিয়েলমি ১৪ ৫জি এবং রিয়েলমি ১৪টি ৫জি দেশের বাজারে প্রতিষ্ঠানটির সর্বশেষ সংযোজন।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, রিয়েলমি ১৪ ৫জি স্মার্টফোনটিতে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ ৫জি চিপসেট ব্যবহার করা হয়েছে। ১২জিবি র্যাম এবং ২৫৬জিবি ইন্টারনাল স্টোরেজের ফোনটিতে ৪৫ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির ৬০০০এমএএইচ টাইটান ব্যাটারি রয়েছে।
এছাড়া, স্মার্টফোনটির ১২০ হার্টজ রিফ্রেশ রেট এর ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ই-স্পোর্টস ডিসপ্লে রয়েছে। স্মার্টফোনটিতে ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা রয়েছে।
অন্যদিকে ‘রিয়েলমি ১৪টি স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনেস্টি ৬৩০০ ৫জি চিপসেট। ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে ফোনটিতে রয়েছে- ৪৫ ওয়াট ফাস্ট চার্জ সক্ষমতার ৬০০০এমএএইচ দীর্ঘস্থায়ী ব্যাটারি। এই ডিভাইসটিতে রয়েছে- এআই সক্ষমতার ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, যেটি বেশি বা বেশি ভারসাম্যহীন আলোতেও আকর্ষণীয় ছবি তুলতে সক্ষম।
৮জিবি র্যাম এবং ১২৮জিবি/২৫৬ জিবি স্টোরেজের ‘রিয়েলমি ১৪টি ৫জি’ ডিভাইসে রয়েছে- আইপি৬৯, আইপি৬৮ এবং আইপি৬৬ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স। ‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ এর বাজারমূল্য যথাক্রমে ৪১,৯৯৯ টাকা ও ৩১, ৯৯৯ টাকা।