
চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান অপো দেশের বাজারে নিয়ে এসেছে নতুন স্মার্টফোন অপো ‘এ৫এক্স’। দাম কম হলেও স্মার্টফোনটিতে পানি ও ধুলোরোধী আইপি৬৫ প্রোটেকশন ব্যবহার করা হয়েছে।
স্মার্টফোনটিতে রয়েছে- ফ্ল্যাগশিপ-লেভেল এআই ফিচার, যা খুব কমই এন্ট্রি-লেভেল স্মার্টফোনগুলোতে দেখা যায়। মোবাইলে আছে ৩২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আরো আছে ৯০হার্টজ রিফ্রেশ রেট এর ৬.৬৭-ইঞ্চি ডিসপ্লে, যেটি ১০০০-নিট ব্রাইটনেস প্রদান করে। এ ডিভাইসে আরো আছে- স্মার্টফোনে দ্রুত ও নিরাপদ এক্সেস এর জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাশাপাশি উচ্চ স্পষ্ট শব্দ শোনার জন্য ৩০০% আল্ট্রা ভলিউম মোড।
অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এর ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়ং বলেন, যেসব ব্যবহারকারীরা আউটডোরে লম্বা সময় কাটান অপো ‘এ৫এক্স’ বিশেষত তাদের কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে। পানি, ধুলো ও ড্রপ রেজিস্ট্যান্স এই স্মার্টফোনটি প্রতিটি মুহূর্তেই নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে পাশে থাকে। এটির স্লিম ডিজাইন সারাদিনব্যাপী কমফোর্ট দিয়ে ইউজারের পাশে থাকে।
৪জিবি র্যাম ও ৬৪জিবি রোমের লেজার হোয়াইট এবং মিডনাইট ব্লু রঙের স্মার্টফোনটির দাম ১৩, ৯৯০ টাকা।