ঢাকা     ০১ আগস্ট ২০২৫ ||  ১৭ শ্রাবণ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বড় লোকসানের মুখে টেক জায়ান্ট অ্যাপল

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৫, ৫ আগস্ট ২০২৩

আপডেট: ২২:১৯, ৭ আগস্ট ২০২৩

বড় লোকসানের মুখে টেক জায়ান্ট অ্যাপল

বিশ্বব্যাপী অস্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতিতে গ্রাহক পর্যায়ে ডিভাইস কেনার চাহিদা অনেকটা কমে গেছে। এর ফলে তৃতীয় প্রান্তিকে বড় লোকসানে পড়ার ঝুঁকিতে রয়েছে প্রযুক্তি জায়ান্ট কোম্পানি অ্যাপল।

রেফিনিটিভের পূর্বাভাস অনুসারে, অ্যাপলের দ্বিতীয় প্রান্তিকে আয় ১ দশমিক ৬ শতাংশ কমতে পারে। ২০১৬ সালের তৃতীয় প্রান্তিকের পর এটা কোম্পানিটির আয়ে সবচেয়ে উল্লেখযোগ্য পতন। আইফোন বিক্রি দ্বিতীয় প্রান্তিকে কমেছে ২ শতাংশের বেশি।

আগামী মাসে আইফোন ১৫ আসার পূর্বাভাস দেয়া হয়েছে। সেখানে যুক্ত হবে সর্বাধুনিক ইউএসবি পোর্ট ও নতুন কিছু মডেল। ফলে জুলাই-অক্টোবর প্রান্তিকে আইফোনের বিক্রি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আইফোন বিক্রিতে মন্থর গতির প্রধান কারণ মূলত আমেরিকায়। যেখানে কোম্পানিটির আয় কমেছে ৬ শতাংশ। অ্যাপলের তৃতীয় বৃহৎ বাজার চীনে। দ্বিতীয় প্রান্তিকে চীনে সার্বিকভাবে স্মার্টফোন রফতানি কমেছে ২ দশমিক ১ শতাংশ।