
অনলাইনে আয় করার উপায়গুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং। এটি এমন একটি মুক্ত পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে ঘরে বসেই হাজার হাজার টাকা আয় করতে পারবেন।
ফ্রিল্যান্সিং মূলত কোনো প্রতিষ্ঠানের অধীনে স্থায়ী না থেকে নিজের মত স্বাধীনভাবে কাজ করাকে বোঝায়। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের পরিবর্তে ব্যক্তি নিজেই তার দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে কোনো একটি সার্ভিস প্রদান করে থাকেন। সহজ ভাষায় বলতে গেলে, যখন কোনো ব্যক্তি নিজের দক্ষতা, শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজ লাগিয়ে কোনো প্রতিষ্ঠানের অধীনে না থেকেই একাধিক ক্লায়েন্টের কাজ করে তখন ওই কাজকে ফ্রিল্যান্সিং বলা হচ্ছে। আর যে ব্যাক্তি ফ্রিল্যান্স কাজ করেন, তিনিই হচ্ছেন একজন ফ্রিল্যান্সার।
ফ্রিল্যান্সিং করে অনলাইন ইনকাম করতে চাইলে প্রথমে বিভিন্ন ফ্রিল্যান্সিং প্লাটফর্ম যেমন: Upwork, Freelancer, Fiverr ইত্যাদিতে একাউন্ট খুলে আপনার পোর্টফলিও সাজিয়ে দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী কাজের জন্য আবেদন করুন। এরপর বায়ার তার চাহিদা এবং আপনার দক্ষতা যাচাই করে আপনাকে কাজ দিবে। ফ্রিল্যান্সিং থেকে কত টাকা আয় করা যাবে এর কোন নির্দিষ্ট সীমানা নেই। কেউ এখান থেকে মাসে ৩ হাজার টাকা আয় করে করতে পারেন আবার কেউ মাসে ৩ লাখ টাকাও আয় করেন।
ফিল্যান্সিং করতে যা প্রয়োজন
ফ্রিল্যান্সিং শুরু করতে মূলত তিনটি উপাদান বেশি প্রয়োজন। বর্তমানে কমবেশি বেশিরভাগ ফ্রিল্যান্সিং কাজ করার জন্য এসব উপাদান প্রয়োজন হয়। এগুলো হলো: কম্পিউটার বা ল্যাপটপ, ইন্টারনেট কানেকশন ও কাজের দক্ষতা।
ফ্রিল্যান্সিং করার সেরা ওয়েবসাইটগুলো-
আগেই বলেছি অনলাইনে ফ্রিল্যান্সিং করে আয় করার অনেক ওয়েবসাইট আছে। তবে এতোসব ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের মধ্যে কিছু ওয়েবসাইট অন্যগুলো থেকে ফ্রিল্যান্সার খোঁজার ও ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে অধিক কার্যকর। ফ্রিল্যান্সিং করার সেরা ওয়েবসাইটগুলো হলোঃ
ফাইভারঃ এই সাইটে ৫ ডলার থেকে শুরু করে অনেক বড় অংকের ফ্রিল্যান্সিং গিগ ও পাওয়া যায় । মূলত কনটেন্ট রাইটিং, গ্রাফিক্স বা লোগো ডিজাইন, প্রভৃতি ক্যাটাগরির ফ্রিল্যান্সিং কাজ ফাইভারে বেশ জনপ্রিয়। ফাইভারে ফ্রিল্যান্সারগণ গিগ পোস্ট করে ও বায়াররা তাদের পছন্দের ফ্রিল্যান্সারকে হায়ার করতে পারেন। ফাইভারে পেমেন্ট হয় কাজভিত্তিক। পেপাল, পেওনিয়ার এবং ব্যাংক ট্র্যান্সফার এর মাধ্যমে ফাইভার থেকে অর্জিত অর্থ তোলা যায়।
ফ্রিল্যান্সার ডট কমঃ এই সাইটে কাজভিত্তিক ও ঘন্টাভিত্তিক উভয় ধরনের কাজই পাওয়া যায়। বিশাল সংখ্যার কাজ ও ফ্রিল্যান্সার নিয়ে গঠিত এই সাইটটি। পেপাল, স্ক্রিল, পেওনিয়ার ও ব্যাংক ট্রান্সফার এর মাধ্যমে অর্জিত অর্থ তোলা যায়।
আপওয়ার্কঃ কাজভিত্তিক ও ঘন্টাভিত্তিক পেমেন্ট– উভয় ধরনের কাজই পাওয়া যায় আপওয়ার্কে। আপওয়ার্কে ফ্রিল্যান্সার যিনি খুঁজছেন, তিনি কাজ পোস্ট করেন। এরপর ফ্রিল্যান্সারগণ পোস্ট করা কাজের জন্য রিকুয়েস্ট পাঠান। এরপর উক্ত বায়ার তার পছন্দের ফ্রিল্যান্সার বেছে নেন। এখানেও পেপাল, পেওনিয়ার এবং ব্যাংক ট্র্যান্সফারের মাধ্যমে অর্জিত অর্থ তোলা যায়।
গুরু ডট কমঃ গ্রাফিক্স ডিজাইন, ডাটা-এন্ট্রি থেকে শুরু করে ওয়েবসাইট ডিজাইন পর্যন্ত সকল ধরনের ফ্রিল্যান্সিং কাজ পাওয়া যায় গুরু ডট কম ওয়েবসাইটটিতে। এই সাইটে আপনি আপনার অভিজ্ঞতা ও কাজের উদাহরণ দিবেন। এরপর আপনাকেই খুঁজে নিবে কাজ। পেপাল, পেওনিয়ার সহ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমেও টাকা তোলা যাবে এই সাইট থেকে।
বিল্যান্সারঃ বাংলাদেশী ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, বিল্যান্সারে পাওয়া যাবে ১০০ টাকা থেকে শুরু করে বড় অংকের কাজ। এখানে কাজভিত্তিক পেমেন্ট সিস্টেম রয়েছে। বিল্যান্সারে অর্জিত অর্থ তোলা যাবে বিকাশ ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে।
এসব ওয়েবসাইটগুলোতে একাউন্ট খুলে প্রস্তুতি নেয়া শুরু করুন।