ঢাকা     ২৭ এপ্রিল ২০২৪ ||  ১৪ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

পুঁজিবাজারে একীভূত হচ্ছে দুই কোম্পানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬:২৮, ১৩ মার্চ ২০২৩

পুঁজিবাজারে একীভূত হচ্ছে দুই কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত মাগুরা পেপারের সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। কোম্পানি দুটির এই একীভূতকরণের খসড়া অনুমোদন করেছে পেপার প্রসেসিংয়ের পর্ষদ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, উচ্চ আদালতে অনুমতি সাপেক্ষে কোম্পানিটির পর্ষদ একীভূতকরণ খসড়া অনুমোদন করেছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ক্রেডিটরস, ব্যাংক এবং অন্যান্য সংস্থার অনুমোদন সাপেক্ষে কোম্পানি দুইটি একীভুত হবে।

১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। ২৫ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১০ কোটি ৪৫ লাখ টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ ১৮ কোটি ৭৮ লাখ টাকা এবং মোট এক কোটি চার লাখ ৪৯ হাজার ৬০০ শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৪৩ দশমিক ৯৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে দশমিক ৫৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে বাকি ৫৫ দশমিক ৫০ শতাংশ শেয়ার রয়েছে।