ঢাকা     ১০ অক্টোবর ২০২৫ ||  ২৫ আশ্বিন ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াচ্ছে কোম্পানিগুলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৩, ২৫ সেপ্টেম্বর ২০২৫

তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াচ্ছে কোম্পানিগুলো

ভোজ্যতেলের বাজারে আবারও অস্থিরতা তৈরি হয়েছে। সয়াবিন ও সুপার পাম অয়েলের সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করছে কোম্পানিগুলো। ফলে পাইকারি ও খুচরা বাজারে খোলা তেলের দাম লিটারে ৪-৫ টাকা বেড়ে গেছে।

রাজধানীর রামপুরা, মালিবাগসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে এখন প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭০-১৭২ টাকায়। চারদিন আগেও দাম ছিল ১৬৯ টাকা। একই সময়ে সুপার পাম অয়েলের লিটার ১৫০ টাকা থেকে বেড়ে ১৫৫-১৬০ টাকায় উঠেছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, কোম্পানিগুলো কমিশন কমিয়ে দিচ্ছে এবং সরবরাহ কমাচ্ছে। এতে পাইকারি বাজারে খোলা তেলের প্রতি ড্রাম (২০৪ লিটার) সয়াবিনের দাম ৩২ হাজার টাকা থেকে বেড়ে ৩৪ হাজার ৪০০ টাকায় পৌঁছেছে। আর সুপার পাম অয়েলের দাম ২৯ হাজার থেকে বেড়ে হয়েছে ৩১ হাজার টাকা।

এদিকে বোতলজাত তেলের খুচরা দাম সরকার নির্ধারিত পর্যায়ে থাকলেও পাইকারিতে দাম বেড়েছে। রামপুরা বাজারের এক খুচরা বিক্রেতা জানান, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের প্রতি কার্টনে (২০ লিটার) ৫০-৬০ টাকা পর্যন্ত বেড়েছে। কিন্তু খুচরা দামে সরকারিভাবে পরিবর্তন না আসায় লোকসান দিয়েই বিক্রি করতে হচ্ছে।

সম্প্রতি ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়কে সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দেয়। তবে গত ২২ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে দাম লিটারে ১ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জানায়। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

গত ৩ আগস্ট থেকে সরকার নির্ধারিত বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৮৯ টাকা, পাঁচ লিটার ৯২২ টাকা এবং খোলা সয়াবিনের লিটার ১৬৯ টাকা আর পাম অয়েল ১৫০ টাকা নির্ধারণ করা রয়েছে। কিন্তু বাজারে এই দামের বিক্রি হচ্ছেনা। 

ভোক্তাদের অভিযোগ, কোম্পানিগুলো ইচ্ছাকৃতভাবে সরবরাহ সংকট তৈরি করছে যাতে সরকারিভাবে দাম না বাড়ালেও বাজারে স্বাভাবিকভাবেই দাম বেড়ে যায়। বাজার বিশ্লেষকদের মতে, সরকারের কঠোর নজরদারি না থাকলে ভোজ্যতেলের বাজার আরও অস্থির হয়ে উঠতে পারে।