ঢাকা     ২৯ মে ২০২৫ ||  ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

পদত্যাগ করলেন ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম হোসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৩, ২৭ মে ২০২৫

পদত্যাগ করলেন ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম হোসেন

ব্র্যাক ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন আজ (২৭ মে) পদত্যাগ করেছেন।

সূত্র জানিয়েছে, তিনি আজ পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পরিচালনা পর্ষদ তার পদত্যাগ গ্রহণ করেছে এবং এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন চেয়েছে। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অভ কর্পোরেট অ্যান্ড ইন্সটিটিউটশনাল ব্যাংকিং-এর প্রধান তারেক রেফাত উল্লাহ খানকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ।

২০২৬ সাল পর্যন্ত ব্র্যাক ব্যাংকের নেতৃত্ব দেওয়ার কথা ছিলো সেলিম আর. এফ. হোসেনের। কিন্তু সময় শেষ হওয়ার আগেই তিনি পদ থেকে সরে দাঁড়ালেন।

সেলিম হোসেন ২০১৫ সালের নভেম্বরে এমডি অ্যান্ড সিইও হিসেবে ব্র্যাক ব্যাংকের নেতৃত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিন বছর করে দুই মেয়াদ (ছয় বছর) সম্পন্ন করেছেন। এই ছয় বছরে তিনি ব্র্যাক ব্যাংককে মধ্যম সারির ব্যাংক থেকে ব্যাংকিং খাতের শীর্ষস্থানীয় অবস্থানে নিয়ে গেছেন। ব্র্যাকটিকে বাংলাদেশের আর্থিক খাতে অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে দৃঢ় ও মজবুত ভিতের উপর প্রতিষ্ঠিত করেছেন। প্রায় সব আর্থিক সূচক ও মানদণ্ডে ব্র্যাক ব্যাংক অন্য সব ব্যাংক থেকে এগিয়ে আছে।

সেলিম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক ডিগ্রি এবং একই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ (মেজর ইন ফাইন্যান্স) ডিগ্রি অর্জন করেন। ২০১০ সালে আইডিএলসিতে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশের দুটি বৃহত্তম বহুজাতিক ব্যাংক এএনজেড গ্রিন্ডলেইজ ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ২৪ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে ব্র্যাক ব্যাংক এ যোগদানের পূর্বে তিনি ছয় বছর আইডিএলসির নেতৃত্ব দেন।

premierbankltd