
র্যানকন কারস লিমিটেড প্রথমবারের মতো বাংলাদেশে অ্যাসেম্বল করা প্রোটন এক্স৭০- এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। এর মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পে একটি নতুন যুগের সূচনা করল প্রতিষ্ঠানটি।
আজ (৩০ এপ্রিল ২০২৫) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রোটন বাংলাদেশের র্যানকন শোরুমে এই উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, আজ থেকেই প্রোটন এক্স৭০ ঢাকা ও চট্টগ্রামে প্রোটনের অনুমোদিত শোরুমগুলোতে পাওয়া যাবে। প্রতিটি গাড়ির সঙ্গে থাকছে ৫ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার ওয়ারেন্টি, যা প্রোটন অনুমোদিত সার্ভিস সেন্টার র্যাংগস ওয়ার্কশপ, তেজগাঁও (ঢাকা) এবং ষোলশহর (চট্টগ্রাম) থেকে নেয়া যাবে।
অনুষ্ঠানে জানানো হয়, গাজীপুরের কাশিমপুরের ভবানীপুরে র্যানকন ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এ এই গাড়ি তৈরি হচ্ছে। ফলে এক্স৭০ এখন 'প্রাউডলি মেইড ইন বাংলাদেশ' গাড়ি হিসেবে বাজারে এসেছে। এই সি-সেগমেন্ট এসইউভি এখন প্রোটনের ঢাকা ও চট্টগ্রাম শোরুমে পাওয়া যাচ্ছে এবং এটি ১৮তম ঢাকা মোটর শো ২০২৫-এ প্রদর্শিত হবে।
প্রোটন এক্স৭০ একটি সি’তে রয়েছে প্রোটনের সিগনেচার ‘ইনফিনিট উইভ’ গ্রিল, যা গাড়ির সামনের অংশে শক্তিশালী ও আলাদা পরিচয় তৈরি করে। গাড়িটিতে রয়েছে ইন্টেলিজেন্ট হাই বিম কন্ট্রোল (আইএইচবিসি) হেডল্যাম্প, ডেলাইট রানিং ল্যাম্প (ডিআরএল), অটো রেইন-সেন্সিং ওয়াইপার এবং প্যানোরামিক সানরুফ, যা ক্যাবিনে খোলামেলা ও আরামদায়ক অনুভূতি এনেছে। এছাড়াও গাড়িটিতে আছে স্টাইলিশ ১৯ ইঞ্চি অ্যালয় রিম এবং ২০০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যা একে করেছে আরও শক্তিশালী।
গাড়িটিতে রয়েছে টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, যেখানে ভয়েস কমান্ড দিয়ে (“হাই প্রোটন”) গাড়ির ফিচারগুলো নিয়ন্ত্রণ করা যায়। এতে আছে অনলাইন ন্যাভিগেশন, মিউজিক স্ট্রিমিং, আবহাওয়ার আপডেট, স্মার্টফোন কানেক্টিভিটি, ৬টি ইউএসবি পোর্ট, কী-লেস এন্ট্রি, ড্রাইভ মোড সিলেকশন, ৩৬০-ডিগ্রি ক্যামেরা এবং উন্নত ড্রাইভার অ্যাসিস্টেন্স সিস্টেম (এডিএএস)।
প্রোটন এক্স৭০-এ রয়েছে ১.৫ লিটার টার্বোচার্জড টিজিডিআই (টিজিডিআই) পেট্রোল ইঞ্জিন। আছে ৭ স্পিড ডুয়েল ক্লাচ ট্রান্সমিশন (ডিসিটি), সাথে ম্যানুয়াল মোডও রয়েছে।
নিরাপত্তা ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে প্রোটন এক্স৭০-এ যুক্ত করা হয়েছে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (এডিএএস)। বাংলাদেশের অনিশ্চিত ও জটিল ট্রাফিক পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিস্টেম নিয়ে এসেছে প্রোটন। গাড়িটিতে রয়েছে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল (এসিসি) এবং অটোনোমাস ইমার্জেন্সি ব্রেকিং (এইবি), যা যানজটে চলার সময় নিজে থেকে গতি নিয়ন্ত্রণ করে ও প্রয়োজনে গাড়ি থামিয়ে দেয়। অতিরিক্ত নিরাপত্তার জন্য আছে ব্লাইন্ড স্পট ইনফরমেশন সিস্টেম (বিএলআইএস) এবং লেন ডিপারচার ওয়ার্নিং (এলডিডব্লিউ), যা ব্যস্ত বা সংকীর্ণ রাস্তায় বা হাইওয়েতে হঠাৎ লেন পরিবর্তন বা ওভারটেকিংয়ের সময় দুর্ঘটনার ঝুঁকি কমাবে।
অনুষ্ঠানে র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. বদিউজ্জামান বলেন, আমরা বাংলাদশে প্রোটন এক্স৭০ অ্যাসেম্বলে অগ্রগামী ভূমিকা রাখতে পেরে এবং একইসাথে আন্তর্জাতিক মান বজায় রাখতে পেরে অত্যন্ত গর্বিত বোধ করছি। এখানে প্রস্তুতকৃত প্রতিটি গাড়ি আন্তর্জাতিক মান বজায় রাখার প্রতি আমাদের প্রতিশ্রুতিকে তুলে ধরে, যা দেশের অটোমোবাইল শিল্পে একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আমি বিশ্বাস করি।
র্যানকন কারস লিমিটেডের পরিচালক মো. মোস্তাফিজুর রশিদ ভূঁইয়া বলেন, বর্তমানে প্রিমিয়াম এসইউভির চাহিদা বাড়ছে, এবং প্রোটন বাংলাদেশের অটোমোটিভ শিল্পে নেতৃত্ব দিতে প্রস্তুত। গ্লোবাল অ্যালায়েন্সের মাধ্যমে, বিশেষ করে ভলভো ও লোটাসের মতো ব্র্যান্ডের সাথে প্রোটন এক্স৭০ উন্নত প্রযুক্তি ও ডিজাইন নিয়ে এসেছে। বিশ্বমানের এসইউভি আমাদের বাজারে আরও সহজলভ্য করে তুলতে স্থানীয়ভাবে অ্যাসেম্বল একটি বড় পদক্ষেপ বলে আমি মনে করি।