ঢাকা     ০৩ নভেম্বর ২০২৪ ||  ১৯ কার্তিক ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

অবশেষে দেশের বাজারে রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল

প্রকাশিত: ১৬:০৪, ২১ অক্টোবর ২০২৪

অবশেষে দেশের বাজারে রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল

আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বাংলাদেশের বাজারে প্রবেশ করলো মোটরসাইকেলের বিশ্বখ্যাত ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড। সোমবার (২১ অক্টোবর) ইফাদ মোটরস চারটি ৩৫০ সিসির রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল উন্মোচন করেছে। মডেল চারটি হলো হান্টার, ক্লাসিক, বুলেট ও মিটিওর।

এর মধ্যে হান্টার ৩৫০-এর মূল্য শুরু হয়েছে ৩ লাখ ৪০ হাজার টাকা থেকে। তবে রঙের ভিন্নতার ওপর ভিত্তি করে দাম বাড়তে পারে। আর ক্লাসিক ৩৫০-এর দাম শুরু হয়েছে ৪ লাখ ০৫ হাজার টাকা থেকে, আর বুলেট ৩৫০-এর মূল্য শুরু হয়েছে ৪ লাখ ১০ হাজার টাকা।

হাইওয়ে রাইডারদের প্রিয় মিটিওর ৩৫০-এর দাম শুরু হয়েছে ৪.৩৫ লাখ টাকা থেকে।  

আগামীকাল মঙ্গলবার সকাল থেকে শুরু হবে মোটরসাইকেলগুলোর প্রি-বুকিং। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৪৫ দিন পর মোটরসাইকেল ডেলিভারি শুরু করবে কোম্পানিটি।

এই চারটি মডেলে থাকবে উন্নত ফুয়েল ইনজেকশন সিস্টেম এবং পরিমার্জিত সিঙ্গেল-সিলিন্ডার 'জে' (J) সিরিজের ইঞ্জিন।  এছাড়া রং ও ব্রেকিং সিস্টেমের ওপর ভিত্তি করে আলাদা ভেরিয়েন্টও থাকবে। কুমিল্লার চৌদ্দগ্রামে মোটরসাইকেল উৎপাদন কারখানা তৈরি করেছে ইফাদ মোটরস।

দীর্ঘ দুই দশক ইঞ্জিন সক্ষমতার ওপর বিধিনিষেধ আরোপ করে রাখার পর ২০২৩ সালে বাংলাদেশ সরকার স্থানীয়ভাবে উৎপাদিত ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিন সক্ষমতার মোটরসাইকেলের অনুমোদন দেয়।

রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল উৎপাদনের যাত্রা শুরু ১২৩ বছর আগে, ইংল্যান্ডে। মূলত সামরিক ব্যবহারের জন্য মোটরসাইকেলটির উৎপাদন শুরু হয়। এটি এখনো চালু থাকা বিশ্বের প্রাচীনতম টু-হুইলার ব্র্যান্ড।