ঢাকা     ০৭ জানুয়ারি ২০২৬ ||  ২৪ পৌষ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ভারতের ওপর আরও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৪, ৫ জানুয়ারি ২০২৬

ভারতের ওপর আরও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

রাশিয়ার কাছ থেকে তেল কেনা কমাতে যুক্তরাষ্ট্রের দাবি পূরণ না হলে ভারতের ওপর আরও উচ্চ শুল্ক আরোপ করা হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এতে যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্য আলোচনায় নতুন করে চাপ সৃষ্টি হলো। ট্রাম্প বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘ভালো মানুষ’, তবে তিনি জানতেন যে রাশিয়ার তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট নয়। ট্রাম্পের ভাষায়, ‘তারা বাণিজ্য করে, আর আমরা খুব দ্রুতই শুল্ক বাড়াতে পারি।’ গত বছর রাশিয়ার তেল কেনার কারণে ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করেছিল যুক্তরাষ্ট্র।

এ মন্তব্যের প্রভাব পড়েছে ভারতীয় বাজারে। সোমবার দেশটির তথ্যপ্রযুক্তি খাতের শেয়ার সূচক প্রায় ২.৫ শতাংশ কমে এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, টানাপোড়েনপূর্ণ সম্পর্ক যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্য চুক্তি আরও বিলম্বিত করতে পারে।

এদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, রাশিয়ার তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ও ভারতের ওপর উচ্চ শুল্ক আরোপের ফলে দেশটি রাশিয়ার তেল আমদানি কমাতে বাধ্য হয়েছে। তিনি রাশিয়ার তেল কেনা দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবিত আইনের পক্ষে অবস্থান নিয়েছেন।

তবে বাণিজ্য বিশ্লেষকরা সতর্ক করছেন, ভারতের ‘অস্পষ্ট অবস্থান’ ঝুঁকিপূর্ণ। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রধান অজয় শ্রীবাস্তব বলেন, ভারতের রপ্তানিতে ইতোমধ্যে ৫০ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর, যার ২৫ শতাংশ রাশিয়ার তেল কেনার সঙ্গে যুক্ত। তিনি মনে করেন, তেল আমদানি পুরোপুরি বন্ধ করলেও যুক্তরাষ্ট্রের চাপ অন্য দাবিতে রূপ নিতে পারে।

চলমান সংকট সামাল দিতে ভারত সরকার রিফাইনারিগুলোকে রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে তেল কেনার সাপ্তাহিক তথ্য দিতে বলেছে। এরই মধ্যে মোদি ও ট্রাম্পের মধ্যে একাধিক ফোনালাপ হলেও বাণিজ্য আলোচনা এখনো অমীমাংসিত।