ঢাকা     ০৫ জানুয়ারি ২০২৬ ||  ২২ পৌষ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

এলপি গ্যাস

সরকার নির্ধারিত দাম ১৩০৬ হলেও বাজারে মিলছেনা ২১০০ টাকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৬, ৪ জানুয়ারি ২০২৬

সরকার নির্ধারিত দাম ১৩০৬ হলেও বাজারে মিলছেনা ২১০০ টাকায়

জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৩ টাকা থেকে ৫৩ টাকা বাড়িয়ে ১৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) নতুন এ মূল্যের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। এছাড়া অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে। যদিও সরবরাহের অজুহাতে বাজারে ২১০০ টাকায়ও পাওয়া যাচ্ছেনা এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডার। 

এর আগে ডিসেম্বর মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১২৫৩ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দাম ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়।