ঢাকা     ২০ অক্টোবর ২০২৫ ||  ৫ কার্তিক ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

একসঙ্গে কাজ করবে গ্রামীণফোন, টেলিটক ও ইডটকো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৬, ২০ অক্টোবর ২০২৫

একসঙ্গে কাজ করবে গ্রামীণফোন, টেলিটক ও ইডটকো

সারাদেশে টেলিকম সংযোগকে আরও শক্তিশালী ও সহজলভ্য করতে অবকাঠামো শেয়ারিং চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন, রাষ্ট্রায়ত্ত টেলিটক ও শীর্ষ টাওয়ার কোম্পানি ইডটকো বাংলাদেশ।

এই চুক্তির আওতায় ইডটকো তাদের টাওয়ার অবকাঠামো গ্রামীণফোন ও টেলিটকের মধ্যে শেয়ার করবে, যার মাধ্যমে উভয় অপারেটর দ্রুত নেটওয়ার্ক সম্প্রসারণ, উন্নত সেবা এবং দক্ষ পরিচালনা নিশ্চিত করতে পারবে। একই অবকাঠামো ব্যবহারের ফলে গ্রাহকরা আরও নিরবচ্ছিন্ন, শক্তিশালী ও নির্ভরযোগ্য সংযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি অনুষ্ঠিত এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী এবং ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক। এ সময় তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, গ্রাহক আমাদের সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে। এই সহযোগিতা আমাদের নেটওয়ার্ক কাভারেজ শক্তিশালী করতে এবং সেবার মান উন্নত করতে সহায়তা করবে।

টেলিটকের এমডি নুরুল মাবুদ চৌধুরী বলেন, রাষ্ট্রায়ত্ত অপারেটর হিসেবে সাশ্রয়ী মূল্যে সারাদেশে মানসম্মত সেবা পৌঁছে দিতে এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক বলেন, অপারেটরদের জন্য টেকসই ও সম্ভাবনাময় সেবা প্রদানে ইডটকো প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তি বাংলাদেশের টেলিকম ইকোসিস্টেমকে আরও এগিয়ে নেবে।